Viral Bhojpuri Video: খোলা আকাশের নিচে কাজল রাঘওয়ানির সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং, ভাইরাল ভোজপুরি ভিডিও
শরীরে জড়ানো ছোট পোশাকে কাজল হয়ে উঠেছে লাস্যময়ী নারী। তার সাথেই কাজলের দুর্দান্ত মন মাতানো নাচ যা পবনকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলেছে।

Viral Bhojpuri Video: অভিনেতা পবন সিং (Pawan Singh) ও অভিনেত্রী কাজল রাঘবাণী (Kajal Raghwani) জুটির কামাল এর আগেও বিভিন্ন সিনেমায় দেখেছেন। ভোজপুরি সিনেমা গুলিতে বর্তমান সময়ের এই জুটির বাজার গরম। সোশ্যাল মিডিয়ার দরুন হামেশাই এখন তাদের হট ও রোমান্টিক মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। ভোজপুরি ইন্ডাস্ট্রির চেনা মুখ পবন সিং। তার সিনেমার বড়ো ভক্ত দেশের মানুষ। অভিনয়ের সাথেই তিনি একজন গায়কও বটে। সাথেই তার হট ও রোমান্টিক দৃশ্যর গান গুলি দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি এই জুটির সিনেমার নতুন একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়ে উঠেছে।
Song : ‘হামাহু খোঁজেলি জদিদার’ (Hamahu Khojeli Jodidar)
Film : চিনামী কে আগি (Chimani Ke Aagi)
Youtube Channel : ‘DRJ RECORDS DHUN’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।
Song Story : ভিডিওর শুরুতেও পবন সিং দেখছেন হট নায়িকা কাজলের জেল্লা। এরপরে অবশ্য নায়কের কাজ সহজ করে দিয়েছেন নায়িকা নিজেই। শরীরের ঠুমকায় পবনের যৌবন আরও একবার ফিরিয়ে এনেছেন। এই ভিডিওতে দুর্দান্ত নেচেছেন পবন সিং। যৌবনের সাগরে ডোবালেন তাকে। শরীরে জড়ানো ছোট পোশাকে কাজল হয়ে উঠেছে লাস্যময়ী নারী। তার সাথেই কাজলের দুর্দান্ত মন মাতানো নাচ যা পবনকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলেছে। ভিডিওর মধ্যেই একাধিকবার দুজন দুজনকে দিয়েছে চুম্বন যা আপনার অন্যরকম লাগবে।
Viral BhojpBhojpuri Video:
Views: এখনও পর্যন্ত ৩৩ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই ৪১ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের।
Singers: প্রথমেই আপনাদের জানিয়েছিলাম পবন সিং একজন গায়কও বটে। তারই প্রমাণ কিন্তু এই গান। প্রিয়াঙ্কা সিং ও পবন সিং এই গানটি গেয়েছিলেন।