পরম স্নেহে ছোট্ট শিশুকে আগলে রাখছে বাড়ির পোষ্য কুকুর, ভাইরাল ভিডিও

শিশুটির পাশে কুকুর দুটোকে চুপচাপ বসে থেকে রীতিমতো পাহারা দিতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ার দৌলতে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। হাজার হাজার ভিডিও প্রতিদিন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওর তালিকায় শিশু, পশুপাখি নানান ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। প্রতিভামূলক ভিডিওর মাঝে পশুপাখির ভিডিওর সংখ্যা মোটেই কম নয়। এই তালিকায় বিভিন্ন রকমের হরবোলা পাখি, গরু, ছাগল, কুকুর, বিড়াল প্রভৃতিকে দেখতে পাওয়া যায়।

আজকের এই প্রতিবেদন মানুষ ও কুকুরের বন্ধুত্বকে নিয়ে। বাড়ির পোষ্য কুকুর হোক বা রাস্তায় বসবাস করা কুকুর। মানুষের একটু ভালোবাসা পেলেই হল, বিপদের সময়ে কুকুররা নিজেদের প্রাণ নিবেদন করতেও পিছপা হয় না। কুকুররা শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গেই নয়, মনুষ্য শিশুদের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম। আর এই বাক্যের সাক্ষী দিল মনুষ্য শিশু ও কুকুরের ভাইরাল হওয়া এক ভিডিও।

সম্প্রতি কুকুর ও মনুষ্য শিশুর মিষ্টি বন্ধনের এক দৃশ্য ভিডিওরূপে ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটির শুরুতে এক অন্তঃসত্ত্বা মহিলা ও দুটি কুকুরকে দেখতে পাওয়া যায়। মহিলা অন্তঃসত্ত্বা রয়েছে, এটা বুঝতে পেরে কুকুর দুটি কখনও মহিলার আশেপাশে ঘুরে বেড়ায়, আবার কখনও মহিলার পেটের উপর শুয়ে থাকে। এরপরে একসময় মহিলার সন্তান ভূমিষ্ঠ হলে, সন্তানটিকে দেখানোর জন্য মহিলার পরিবার কুকুর দুটিকে হাসপাতালে নিয়ে গেলে কুকুরের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে যান সবাই।

মনুষ্য শিশুটিকে হাসপাতালে দেখে কুকুরগুলোকে রীতিমতো খুশিতে সজোরে চিৎকার করতে দেখা যায়। কুকুরগুলোর প্রতিক্রিয়া দেখে মহিলার পরিবারকে বলতে শোনা যায় যে, তাঁরা এর আগে কুকুরদুটোকে কখনওই এত খুশি হতে দেখেননি। কিছুদিনের বিরতির পরে আবার কুকুর দুটোকে ও শিশুটিকে ভিডিওটিতে দেখানো হয়। শিশুটির পাশে কুকুর দুটোকে চুপচাপ বসে থেকে রীতিমতো পাহারা দিতে দেখা যায়। শিশুটিকে একবার কাঁদতে দেখে কুকুরগুলোকেও নিজের মতো করে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটিতে কুকুরগুলোর প্রতিক্রিয়া দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন নেটিজেনরা।