Phulki: মিঠাইয়ের গল্প চুরির অভিযোগ, ফুলকির নতুন প্রোমো আসতেই রেগে আগুন দর্শক! ফাঁস দুর্ধর্ষ পর্ব

এমনিও প্রথম থেকেই মিঠাই ধারাবাহিক দর্শকদের একটা ক্ষোভ ছিল। কারণ মিঠাই এর সেট ভেঙেই তৈরি করা হয়েছে এই ধারাবাহিকের সেট।

Phulki: ‘চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা’ – এর মানে কিন্তু খুব সহজ। চুরি করলেও করা যায় তবে ধরা না পরলে সে খুব বড়ো চোর। তবে বাসে কিংবা ট্রেনে সর্বত্রই চোরেরা ধরা পরেই তা নিশ্চয়ই নতুন কিছু নয়। তবে জানেন কি এবার খোদ জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে উঠছে অন্য ধারাবাহিকের গল্প চুরির অভিযোগ। চলতি বছরের জুন মাসের 12 তারিখ থেকে জি বাংলার পর্দায় পথচলা শুরু হয়েছে ‘ফুলকি’ ধারাবাহিকের। সমালোচিত ‘মিঠাই’ ধারাবাহিক শেষ হয়ে গিয়েই এই ধারাবাহিক শুরু হয়েছিল।

Phulki:

Phulki

তবে এবার মিঠাই থেকে গল্প চুরি হয়েছে বলে অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে ফুলকির নির্মাতাদের দিকে। তবে ঠিক কি হয়েছিল ব্যাপারটা চলুন একবার দেখে নেওয়া যাক। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের আগামী প্রোমো। আর সেখানেই দেখা গেল হঠাৎ করে আগুন লেগে গিয়েছে নায়কের অফিসে। তাঁকে বাঁচাতে সেখানে হাজির ফুলকি। তবে স্বামীকে বের করতে পারলেও নিজে তিনি আটকে পড়েন আগুনের ভেতরেই।

এই ভিডিও দেখেই কার্যত গল্প চুরির অভিযোগ এনেছে সকলে। মিঠাইতেও ঠিক একইরকম গল্প চুরির অভিযোগ ছিল। এমনিও প্রথম থেকেই মিঠাই ধারাবাহিক দর্শকদের একটা ক্ষোভ ছিল। কারণ মিঠাই এর সেট ভেঙেই তৈরি করা হয়েছে এই ধারাবাহিকের সেট। আর দ্বিতীয়ত মিঠাই ধারাবাহিকের পথ চলা শেষ হতেই জি বাংলার পর্দায় ফুটে উঠেছে এই ধারাবাহিকের গল্প।

কী হবে এবার? তবে কী এর প্রভাব পড়বে টিআরপিতে? সোম থেকে শনি সন্ধ্যা ৭:৩০ আপনাদের জন্য ফুলকি আসলেও মিঠাইকে এখনও কেউ ভুলে যায়নি। এসবের মাঝেও গত সপ্তাহে ৮.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে ফুলকি। ৮.৮ নম্বরের সাথেই নিজের হারানো জায়গা ফিরে পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।