Post Office Scheme: পোস্ট অফিসের সুপারহিট স্কিম! প্রতিমাসে মাত্র 5000 টাকা বিনিয়োগ করলে পাবেন 8 লাখ টাকা

এসআইপি (SIP) অর্থাৎ সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (Systemic Investment Plan) বিনিয়োগকারীকে দীর্ঘ সময়ের জন্য প্রত্যেক মাসে ইনভেস্ট তথা বিনিয়োগ করতে হয়।

সাধারণত মানুষ এসআইপি-তে ঝুঁকির কারণে বিনিয়োগ করতে চান না। তবে এর মধ্যেও পোস্ট অফিসের এমন একটি এসআইপি আছে যেটিতে কোনো রকমের ঝুঁকি ছাড়াই নিশ্চিতরূপে রিটার্ন পাওয়া যায়। এসআইপি (SIP) অর্থাৎ সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (Systemic Investment Plan) বিনিয়োগকারীকে দীর্ঘ সময়ের জন্য প্রত্যেক মাসে ইনভেস্ট তথা বিনিয়োগ করতে হয়।

স্কিমটির নাম হল ‘রেকারিং ডিপোজিট স্কিম’ (Recurring Deposit Scheme)। মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সর্বোচ্চ সীমাহীন এই স্কিমের অধীনে প্রত্যেক মাসে এসআইপিস্বরূপ ইনভেস্ট করা যেতে পারে। চক্রবৃদ্ধি হারে এই স্কিমে সুদ পেয়ে থাকেন বিনিয়োগকারীরা।

টাকার হিসাব:
কেউ যদি আরডি (RD) করে নিয়মিতরূপে ১০ বছরের জন্য বিনিয়োগ করেন বেশ অনেকটা টাকা পাওয়া যায়। এই স্কিমের অধীনে প্রত্যেক মাসে ৫০০০ টাকা জমা করতে হয়। প্রথমে এই টাকা ৫ বছরের জন্য জমা করলেও পরে আরও ৫ বছর বাড়িয়ে দিলে অর্থাৎ মোট ১০ বছরের জন্য জমা করলে প্রায় ২ লক্ষ টাকার মতো অতিরিক্ত লাভ পাওয়া যায়।

প্রত্যেক মাসে ৫ হাজার টাকা করে জমা করলে ১ বছরে জমা হবে মোট ৬০ হাজার টাকা। এই টাকাই ১০ বছর ধরে জমা করলে ৬ লক্ষ টাকা জমা হবে। সবশেষে সুদাসলে মোট পাওয়া যাবে ৮ লক্ষ ৩ হাজার ১৭২ টাকা। এক্ষেত্রে প্রাপ্ত সুদের পরিমাণ হবে ২ লক্ষ ৩১ হাজার ১৭২ টাকা।

রয়েছে ঋণের সুবিধা:
এই স্কিমের অধীনে ঋণ পেতে পারেন আমানতকারীরা। এই স্কিমের অধীনে মোট ১২টি কিস্তি জমা করতে পারলেই বিনিয়োগকারী ব্যক্তি ঋণ নেওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে ১২টি কিস্তির পরে সঞ্চিত টাকার ৫০% টাকা বিনিয়োগকারী ব্যক্তি ঋণ হিসাবে পেতে পারেন। একইসঙ্গে এতে নমিনির সুবিধাও প্রদান করা হয়েছে। আরডি-এর সুদের থেকে প্রায় ২% বেশি সুদ ঋণের ক্ষেত্রে দিতে হয়।