পোস্ট অফিস নিয়ে এলো দুর্দান্ত স্কিম, রোজ মাত্র ৯৫ টাকা জমিয়ে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা
পোস্ট অফিসে টাকা রাখলে শুধুমাত্র দুর্দান্ত আয় নয়, পাওয়া যায় সঞ্চিত টাকার নিরাপত্তাও।

পোস্ট অফিসে টাকা রাখলে শুধুমাত্র দুর্দান্ত আয় নয়, পাওয়া যায় সঞ্চিত টাকার নিরাপত্তাও। পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় স্কিম হল গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা প্রকল্প। এই এন্ডামেন্ট প্ল্যানের অধীনে গ্রামবাসীরা রিটার্ন পাওয়ার পাশাপাশি বীমা কভারেজও পান। এই প্রকল্প সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
■ স্কিম পাওয়ার যোগ্যতা:
১. স্কিমের মেয়াদ: ১৫-২০ বছর।
২. সর্বনিম্ন বয়স: এই পলিসির অধীনে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে।
৩. ২০ বছর মেয়াদের অধীনে সর্বাধিক বয়স: এক্ষেত্রে সর্বোচ্চ বয়স ঘোষণা করা হয়েছে। ৪০ বছরের বেশি বয়স হলে আর বিনিয়োগ করা যাবে না।
৪. ১৫ বছর মেয়াদের অধীনে সর্বাধিক বয়স: এক্ষেত্রেও সর্বোচ্চ বয়স ঘোষণা করা হয়েছে। ৪৫ বছরের বেশি বয়স হলে আর বিনিয়োগ করা যাবে না।
■ পলিসির বিশেষ সুবিধা:
● ২০ বছর বিশিষ্ট পলিসি: যথাক্রমে ৮, ১২ ও ১৬ বছরের মেয়াদ পূর্ণ হলে আমানতকারীরা প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড ২০% করে এবং মেয়াদ পূর্তির জন্য পাওয়া বোনাস সহ ৪০% পাবেন।
● ১৫ বছর বিশিষ্ট পলিসি: যথাক্রমে ৬, ৯ ও ১২ বছরের মেয়াদ পূর্ণ হলে আমানতকারীরা প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড ২০% করে এবং মেয়াদ পূর্তির জন্য পাওয়া বোনাস সহ ৪০% পাবেন।
■ প্রাপ্ত রিটার্নের হিসাব:
১. মনে করা যাক, ২০ বছরের কোনো ব্যক্তি ২৫ বছরের জন্য টাকা জমা করে ৭ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে চান। এক্ষেত্রে তাঁকে প্রত্যেকদিন ৯৫ টাকা করে জমা করতে হবে। এই হিসাবে প্রত্যেক মাসে প্রিমিয়ামরূপে ২৮৫৩ টাকা দিতে হবে। এই অবস্থায় ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ৮৪৪৯ টাকা, ১৬৭১৫ টাকা ও ৩২৭৩৫ টাকা।
২. মেয়াদ শেষে বিনিয়োগকারী প্রথমে নিশ্চিতরূপে ২.৮ লক্ষ টাকা বোনাস হিসাবে পাবেন। তারপরে প্রত্যেক হাজার টাকায় ৪৮ টাকা হিসাবে বার্ষিক বোনাস এবং ৭ লক্ষ টাকার বার্ষিক বোনাস হিসাবে ৩৩,৬০০ টাকা নিশ্চিতরূপে পাবেন।
৩. এই অবস্থায় কুড়ি বছরের মাথায় ৬.৭২ লক্ষ টাকা বোনাস হিসাবে পেলে মোট রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১৩.৭২ লক্ষ টাকা।