মাত্র ৪১৭ টাকা করে বিনিয়োগ করেই হয়ে যান কোটিপতি! জানুন পোস্ট অফিসের এই স্কিমের বিশদে
পোস্ট অফিসের একাধিক স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হল পিপিএফ স্কিম (PPF Scheme)। এই স্কিমের অধীনে একক বা যৌথ অ্যাকাউন্ট খোলা যায়।

পোস্ট অফিসে আজকাল দুর্দান্ত স্কিম লঞ্চ করা হচ্ছে। কোনো স্কিমে মাসিক উপার্জনের সুবিধা পাওয়া যাচ্ছে, তো আবার কোনো স্কিমে বিশাল রিটার্নের সুযোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ঝুঁকিও কম থাকে। নিরাপত্তা বজায় থাকার কারণে বিনিয়োগকারীরা সঞ্চিত অর্থ নিয়ে নিশ্চিন্তে থাকার সুযোগ পান। বিনিয়োগের মাঝে যদি সুদের হার কমেও যায়, সেটার দ্বারা প্রাপ্য টাকার পরিমাণ প্রভাবিত হয় না।
পোস্ট অফিসের একাধিক স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হল পিপিএফ স্কিম (PPF Scheme)। এই স্কিমের অধীনে একক বা যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। এমনকি নাবালকদের নামেও অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে কোনো অনাবাসী ভারতীয় এই স্কীমের সুবিধা উপভোগ করতে পারবেন না। নিম্নে এই স্কিমে সম্ভাব্যরূপে প্রাপ্য টাকার হিসাব ধাপে ধাপে দেওয়া হল।
■ টাকার হিসাব:
১. ধরা যাক, কোনো ব্যক্তি প্রত্যেক দিন ৪১৭ টাকা করে জমা করছেন।
২. ত্রিশ দিনের মাথায় তাঁর জমা করা টাকার পরিমাণ হবে ১২ হাজার ৫১০ টাকা।
৩. এই টাকাই এবার কেউ যদি একভাবে ১৫ বছর জমা করে, তাহলে তাঁর সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ২২.৫ লক্ষ টাকা।
৪. এক্ষেত্রে সুদের হার ৭.১ শতাংশ।
৫. অতঃপর মোট সুদের পরিমাণ দাঁড়াবে ১৮.১৮ লক্ষ টাকা।
৬. এই হিসাবে ১৫ বছরের মাথায় প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াবে ৪০.৬৮ লক্ষ টাকা।
৭. এইবার বিনিয়োগকারী ব্যক্তি যদি পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ দুইবার করে ৫ বছর অর্থাৎ মোট ১০ বছরের জন্য বৃদ্ধি করেন, তাহলে তাঁর মোট রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১.০৩ লক্ষ টাকা। এক্ষেত্রে বিনিয়োগ করা টাকা ও সুদের পরিমাণ দাঁড়াবে যথাক্রমে ৩৭.৫০ লক্ষ ও ৬৫.৫৮ লক্ষ টাকা।