মাত্র ২৫০ টাকা বিনিয়োগে মেয়াদ শেষে পাবেন লাখ লাখ টাকা, মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিসের ৫টি সেরা স্কিম
এর অধীনে থাকা বিশেষ একটি স্কিমের নাম হল এসসিএসএস (SCSS) তথা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।

দীর্ঘ সঞ্চয়ী বিনিয়োগের জন্য স্কিম খুঁজছেন? আবার একইসঙ্গে খুঁজছেন নিরাপত্তাও। এই দুই প্রশ্নের উত্তর আপনার যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আর চিন্তা করার দরকার নেই। আপনার জন্যে রয়েছে পোস্ট অফিসের এক দুর্দান্ত স্কিম। আপনার বয়স যদি ষাটোর্ধ্ব হয়ে থাকে, তাহলে এই স্কিমটি আপনার জন্য একদম পারফেক্ট। এই প্রতিবেদনে স্কিমটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
এই প্রতিবেদনে পোস্ট অফিসের সেভিংস স্কিম নিয়ে আলোচনা করা হয়েছে। এর অধীনে বিনিয়োগকারীরা যেমন ভালো সুদের হার পাবেন, তেমনই পাবেন নিরাপত্তাও। এই স্কিমগুলোর সুবিধা হল স্বল্প টাকা দেওয়ার মাধ্যমেও বিনিয়োগ করা যায়। এর অধীনে থাকা বিশেষ একটি স্কিমের নাম হল এসসিএসএস (SCSS) তথা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)।
■ এসসিএসএস স্কিমে বিনিয়োগ করার বিশেষ কয়েকটি শর্তাবলী:
১. বিনিয়োগকারীর বয়স অবশ্যই ৬০ বছরের অধিক হতে হবে।
২. তবে বিনিয়োগকারী যদি অবসর প্রাপ্ত কর্মী হন, তাহলে তাঁর বয়স ৫৫ থেকে ৬০ এর মধ্যেও হলেও স্কিমটিতে বিনিয়োগ করতে পারবেন।
৩. প্রতি ৩ মাস অন্তর এই স্কিমের অধীনে সুদ জমা করার হয় আমানতকারীর অ্যাকাউন্টে।
৪. এই স্কিমের অধীনে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা।
৫. স্কিমটিতে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ ৩০ লক্ষ টাকা।
■ এসসিএসএস স্কিম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
১. এই স্কিমে দেয় সুদের হার ৮.২ শতাংশ।
২. স্কিমটি ‘আয়কর আইন ১৮৬১ ধারা ৮০সি’-এর অধীনে থাকার কারণে এটিতে কর ছাড়ের সুযোগ উপলব্ধ রয়েছে।
■ আরও একটি স্কিম রয়েছে:
১. খুদে মেয়েদের জন্য বিনিয়োগ করতে চাইলে ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ নামক একটি দুর্দান্ত স্কিম রয়েছে।
২. এই স্কিমের অধীনে মাত্র ২৫০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যেতে পারে।
৩. স্কিমটি খাতা খোলার তারিখ থেকে ২১ বছরের মেয়াদ সম্পন্ন।
৪. এই স্কিমের অধীনে খাতা খোলার জন্য কন্যার বয়স অবশ্যই ১০ বছরের কম হতে হবে।
৫. সর্বাধিক বিনিয়োগের পরিমাণ দেড় লক্ষ টাকা।
৬. এই স্কিমে ৮ শতাংশ সুদের হার সুদ দেওয়া হয়।