পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে সুদ পাবেন ২ লক্ষ টাকা, জানুন বিশদে

পোস্ট অফিসের অধীনে বিশেষ বয়সের কথা মাথায় রেখে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্কিম রয়েছে, নাম এসসিএসএস (SCSS) তথা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Senior Citizen Saving Scheme)।

একটা বয়সের পরে কষ্ট করে অর্জিত টাকা সঞ্চয় করা উচিত। অন্ততঃ বৃদ্ধ বয়সের কথা মাথায় এমনটা করলে খুবই ভালো হয়। পোস্ট অফিসের অধীনে বিশেষ বয়সের কথা মাথায় রেখে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্কিম রয়েছে, নাম এসসিএসএস (SCSS) তথা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Senior Citizen Saving Scheme)।

এই স্কিমের অধীনে বিনিয়োগ করলে ৮.২% হারে সুদ পাওয়া যাবে। ফলস্বরূপ রিটার্নের সময় প্রায় ২ লক্ষ টাকার সুদ পাওয়া যাবে। সবশেষে বড়ো ব্যাপার হল, এই স্কিমের অধীনে প্রবীণ নাগরিকরা ১০ হাজার ২৫০ টাকার মতো আয় হিসাবে পাবেন। নিম্নে এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

প্রাপ্ত সুদের হিসাব:

ধরা যাক কেউ ৫ লক্ষ টাকা জমা করেছেন। এই স্কিমের অধীনে ৮.২% হারে সুদ পাওয়া যায়। এবার ৫ বছরের মেয়াদ সম্পন্ন এই স্কিমে টাকাটি জমা রাখার পরে পাওয়া যাবে মোট ৭ লক্ষ ৫ হাজার টাকা। এক্ষেত্রে সুদ হিসাবে পাওয়া যাবে প্রায় ২ লক্ষ ৫ হাজার টাকা। এই স্কিমের অধীনে খাতা ধারকের ত্রৈমাসিক আয় হবে ১০ হাজার ২৫০ টাকা।

এসসিএসএস (SCSS) স্কিমের সুবিধা:

১. এটি মূলত স্বল্প সঞ্চয়ী প্রকল্প। এই ধরণের প্রকল্প সাধারণত নিরাপদ ও নির্ভরযোগ্য প্রকল্প হিসাবে লোকমহলে পরিচিত।
২. এই স্কিমের অধীনে বিনিয়োগকারী ট্যাক্সে ছাড় পাবেন। মূলত ‘আয়কর আইন ৮০ সি’-এর দৌলতে বিনিয়োগকারীরা দেড় লক্ষ টাকার উপরে ছাড় পেয়ে থাকেন।
৩. এই স্কিমের অধীনে ৮.২% সুদ পাওয়া যায়। যা বহু স্বল্প সঞ্চয়ী প্রকল্পের থেকে বেশি।
৪. এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট তৈরি করলে প্রয়োজনে দেশের অন্য পোস্ট অফিসে স্থানান্তর করার সুবিধা রয়েছে।
৫. এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা ত্রৈমাসিক সুদ পেয়ে থাকেন। অর্থাৎ তিন মাস অন্তর তাঁদের অ্যাকাউন্টে সুদ জমা পড়ে। এই সুদ জমা হয় মূলত জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসের ১ তারিখে।