ফাঁকা বাড়িতে দুধ সাদা পোশাকে উদ্দাম নাচ ‘পটল কুমার গানওয়ালা’ হিয়ার, ভাইরাল ভিডিও
প্রকৃতির খোলা এলোমেলো চুলে নিজের মতো করে অঙ্গিভঙ্গি প্রদর্শন করে অঙ্গপ্রত্যঙ্গ মুভ করে নাচ করতে দেখা যায় তাঁকে।

‘পটল কুমার গানওয়ালা’-এর হিয়াকে কে না চেনেন? অনেকেই ‘পটল’-এর প্রকৃত নাম না জানলেও ‘পটল’-এর মুখের সঙ্গে অবশ্যই পরিচিত। ছোট্ট ‘পটল’-এর মুখ আজও কেউ ভুলতে পারেনি। ধারাবাহিকে তাঁর অভিনয় সবার নজর কেড়েছিল। ওইটুকু বয়সে হিয়ার অভিনয় দেখে অভিভূত হয়েছিলেন দর্শকরা। খুবই সুন্দরভাবে ‘শিশু গায়ক পটল’-এর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটা সংঘর্ষ টিভির পর্দায় তুলে ধরেছিলেন হিয়া।
সেই ছোট্ট হিয়া আজ বেশ বড়ো হয়ে গেছে। বয়সের তালে সে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হতে শুরু করেছে। নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে বরাবরই পোস্ট করতে দেখা যায় তাঁকে। অভিনয় জগতে তিনি বর্তমানে তেমন একটা সক্রিয় না হলেও বিভিন্ন রকমের ফটো ও ভিডিও পোস্ট করার মাধ্যমে তাঁকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়।
সম্প্রতি তাঁরই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠল। ভিডিওটিতে তাঁকে অভিনেতা আমির খান (Aamir Khan) অভিনীত ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লগান’ (Lagaan)-এর ‘রাধা কাইসে না জ্বলে’ (Radha Kaise Na Jale) গানে নাচ করতে দেখা যায়। এই নাচের ভিডিওতে তাঁকে সরু ফিতে তথা নুডল স্ট্র্যাপ বিশিষ্ট ‘V’ শেপের ডিপ নেকলাইনের দুধ সাদা রঙের শর্ট ড্রেস পরে থাকতে দেখা যায়। ওয়েভি প্রকৃতির খোলা এলোমেলো চুলে নিজের মতো করে অঙ্গিভঙ্গি প্রদর্শন করে অঙ্গপ্রত্যঙ্গ মুভ করে নাচ করতে দেখা যায় তাঁকে।
ভিডিওতে তাঁর নাচ প্রশংসার অধিকারী হলেও পরিহিত পোশাক ট্রোলের মুখে পড়ে। বহু নেটিজেনই তাঁর ড্রেসিং সেন্স নিয়ে প্রশ্ন তুললেন। অনেকেই তাঁর ড্রেসকে নাচের সঙ্গে ‘বেমানান’ বললেন। এক ব্যক্তি অবশেষে লিখেই ফেললেন, “এই গানে কি ওই ড্রেসটা মানাচ্ছে?” পাশাপাশি তাঁর নাচ দেখেও যদিও এক নেটিজেন ‘ওয়াও’ বললেন। সবকিছুর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জেরে ভাইরাল হয়ে উঠতে দেখা গেল এই ভিডিও।