আধো আধো গলায় দুর্দান্ত গলায় ‘দুগ্গা এলো’ গান গেয়ে তাক লাগাল খুদে কন্যা, ভাইরাল ভিডিও

দুর্দান্ত কায়দায় গান করে সমস্ত মানুষের মন জয় করে নিয়েছে।

ইন্টারনেট বর্তমান প্রজন্মের মানুষের জীবনের এক অন্যতম উপাদান। আর এই ইন্টারনেটের যুগে প্রযুক্তির এক অন্যতম আবিষ্কার হলো সোশ্যাল মিডিয়া। যার মাধ্যমে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি রোজগার ও মনোরঞ্জন হিসেবেও এর ব্যবহার করছে। এমনকি একশ্রেণীর মানুষের কাছে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নিজেদের প্রতিভা প্রকাশের এক অন্যতম প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়তই নিজেদের প্রতিভা আপলোড করে চলেছে বিভিন্ন বয়সী মানুষ। এমনকি পূর্ণবয়স্ক মানুষের পাশাপাশি পিছিয়ে নেই কচিকাঁচারাও।

আমরা প্রত্যেকেই দিনের কিছুটা সময় হলেও সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই। আর এরই মাঝে চোখের সামনে উঠে কিছু কিছু মানুষের এমন ধরনের কিছু প্রতিভামূলক ভিডিও যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্প্রতি সেরকমই একটি বাচ্চা মেয়ের প্রতিভা তুমুল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমের পর্দায়। যেখানে সেই বাচ্চা মেয়েটিকে দেখা যাচ্ছে কোনরকম যন্ত্রের সাহায্য ছাড়াই খালি গলায় গান পরিবেশন করতে। আর তাঁর ভিডিওটি ভাইরাল হতেই তা নেট দুনিয়ায় শোরগোল সৃষ্টি করেছে।

যারা কমবেশি সোশ্যাল মিডিয়া ঘেঁটে থাকে তারা অবশ্যই বর্তমান ইন্টারনেটের সেন্সেশন ‘প্রজ্ঞা মেধা সরকার’ (Pragya Medha Sarkar) নামটির সাথে পরিচিত। এই বাচ্চা মেয়েটি কেবলমাত্র দেড়-দুই বছর বয়স থেকেই দুর্দান্ত কায়দায় গান করে সমস্ত মানুষের মন জয় করে নিয়েছে। সম্প্রতি আরো একবার ভাইরাল হল তাঁর নতুন একটি গানের ভিডিও। যেখানে তাঁকে দেখা যাচ্ছে জনপ্রিয় বাংলা ‘দুগ্গা এলো’ (Dugga Elo) গানটি খালি গলায় পরিবেশন করতে। কেবলমাত্র ৫ বছর বয়সেই যে তাঁর কণ্ঠস্বর এতটা সুরেলা তা সত্যিই প্রশংসাযোগ্য।

ভিডিওটিতে তাঁর পরনে ছিল একটি হলুদ চুড়িদার সাথে গলায় লাল ওড়না ও মাথায় লাল হেয়ার ব্যান্ড। ভিডিওটিতে হাত-পা নাড়িয়ে দুর্দান্তভাবে গাইতে দেখা গিয়েছে তাঁকে। যার কারণে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা সময় লাগেনি। বর্তমানে এই ভিডিওটিকে দেখে ফেলেছেন প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ। আর তাঁদের সিংহভাগ মানুষই ভিডিওটিকে লাইক করে বিভিন্ন প্রশংসিত মন্তব্যে ভরে দিয়েছেন ভিডিওটির কমেন্ট বক্স।