জাতীয় মঞ্চে দুর্দান্ত গান গেয়ে বিচারকদের মুগ্ধ করলেন পাঁচ বছরের বাঙালি কন্যা, ভাইরাল ভিডিও

মা ও মেয়ের কন্ঠে এই গান শোনার পর এই শোয়ের বিচারক অর্থাৎ শিল্পা শেট্টি থেকে শুরু করে, মনোজ মুন্তাসি, বাদশাহ প্রত্যেকেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হন।

কালার্স বাংলায় সম্প্রচারিত একটি জনপ্রিয় রিয়েলিটি শো হলো ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ (India’s got talent)। যেটার নবমতম সিজন সম্প্রচারিত হয়েছে গত বছর। এ ধরনের রিয়েলিটি শো গুলোতে দেশের নানা প্রান্ত থেকে উঠে আসে বিভিন্ন বয়সী বিভিন্ন প্রতিভাবান শিল্পীরা। আর যাদের প্রতিভা খুব সহজেই ধরা পরে টিভির পর্দায়। ‌ সেরকমই এই রিয়েলিটি শোতে পারফর্ম করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম একজন সেন্সেশন হলো ‘প্রজ্ঞা মেধা সরকার’ (Pragya Medha Sarkar)। যে বর্তমানে একজন খুদে সোশ্যাল মিডিয়া স্টার।

প্রজ্ঞা খুব ছোটবেলা থেকেই নিজের গানের মাধ্যমে দর্শকদের মনে একটি আলাদা জায়গা তৈরি করেছে। তার একাধিক গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছে। এত বড় সঙ্গীতের একটি মঞ্চে আসার আগেও সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল তাঁর অগণিত ভক্তের দল। প্রজ্ঞা কেবলমাত্র দেড় থেকে দুই বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করে। এরপর সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানুষের মন জয় করার পর বর্তমানে সে জাতীয় মঞ্চে গান থেকে মঞ্চ কাপাচ্ছে।

তবে খুদে প্রজ্ঞার গানের হাতেখড়ি হয় তাঁর মায়ের হাত ধরেই‌। তাঁর মা-ই তাঁকে প্রথম গান গাওয়ার প্রশিক্ষণ দেওয়া শুরু করে বাড়ি থেকে। আর যার ফলে বর্তমানে সে এতবড় একটি জাতীয় মঞ্চে গান গাইছে। এই রিয়েলিটি শোয়ের অডিশন পর্বে প্রজ্ঞার মাকেও প্রজ্ঞার সাথে গান গাইতে দেখা গিয়েছিল‌। সেখানে তারা ‘ঘর মোরে পারদেশিয়া’ গানটি গেয়ে সকলের মন জয় করেন। এমনকি বিচারকেরাও তাঁদের প্রশংসা করে।

মা ও মেয়ের কন্ঠে এই গান শোনার পর এই শোয়ের বিচারক অর্থাৎ শিল্পা শেট্টি থেকে শুরু করে, মনোজ মুন্তাসি, বাদশাহ প্রত্যেকেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হন। আর তাঁদের দুজনের সেই পারফরম্যান্সের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরেছে। আর সকলেই তাঁদের আদরের পুরোনো প্রজ্ঞাকে দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।