মাত্র ৫ বছর বয়সে জাতীয় মঞ্চে দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন খুদে কন্যা, মুগ্ধ হয়ে কোলে তুললেন শিল্পা শেট্টি, ভাইরাল ভিডিও
'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' (India's Got Talent) নামক রিয়্যালিটি শোয়ের। এই রিয়্যালিটি শোয়েতেই নিজের মায়ের সঙ্গে প্রতিযোগীরূপে অংশগ্রহণ করেছিল একরত্তি প্রজ্ঞা।

একশো বছর আগের তুলনায় আজকের পৃথিবী অনেক বদলে গেছে। বেশ কিছু ক্ষেত্রে আকাশ পাতাল পরিবর্তন এসেছে এই পৃথিবীতে। আজকাল শিশুরা কথা বলতে শিখলেই হল অভিভাবকরা তাদের গান, নাচ, অঙ্কন, আবৃতি শেখাতে শুরু করেন। যার ফলে বহু একরত্তিদের আজকাল দক্ষ শিল্পীদের মতো গান গাইতে দেখা যাচ্ছে, নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে।
আজকালকার খুদে শিল্পীরা কোনো কিছুকেই ভয় পায় না। এরা আত্মবিশ্বাসে ভরপুর হয়। একরত্তি বয়সে মঞ্চে উঠে গান বা নাচ করতেও ভয় পায় না। সম্প্রতি এমনই এক ভিডিও দেখতে পাওয়া গেল, যেখানে ৫ বছর বয়সী এক খুদে কন্যাকে নিজের গলায় গান গাইতে দেখা গেল। তবে ওই একরত্তিকে আবোলতাবোলভাবে গান গাইতে দেখা যায়নি, একদম দক্ষ শিল্পীদের মতো সুর তুলতে দেখা গেল।
দাবি করা হয়েছে, ভিডিওটিতে দৃশ্যমান খুদে কন্যার নাম প্রজ্ঞা সরকার। ভিডিওটি মূলত ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ (India’s Got Talent) নামক রিয়্যালিটি শোয়ের। এই রিয়্যালিটি শোয়েতেই নিজের মায়ের সঙ্গে প্রতিযোগীরূপে অংশগ্রহণ করেছিল একরত্তি প্রজ্ঞা। সেখানেই নিজের মায়ের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স দেয় সে।
দুইজনকে খুবই সুন্দরভাবে ‘ঘর মোরে পরদেশীয়া’ (Ghar More Pardeshiya) গান গাইতে দেখা যায়। মায়ের সঙ্গে দাঁড়িয়ে খুবই সুন্দরভাবে সুর তুলতে দেখা যায় প্রজ্ঞাকে। এই শোয়ে সেই সময়ে বিচারকের পদে আসীন ছিলেন শিল্পা শেঠী কুন্দ্রা (Shilpa Shetty Kundra), কিরণ খের (Kiran Kher), বাদশা (Baadshah), মনোজ মুন্তাশীর (Manoj Muntashir) প্রমুখগণ। তাঁরাও প্রজ্ঞার কণ্ঠে গান শুনে অবাক হয়ে গেছিলেন। বিচারক শিল্পা শেঠী তো প্রজ্ঞাকে কোলেই তুলে নেন।