মাথা থেকে চিরতরে উকুন দূর করতে ব্যবহার করুন এই গাছের পাতা, চাষ করা যাবে বাড়িতেই
পুদিনা পাতার সাহায্যে যে শুধুমাত্র উকুনই দূর করা যায়, তা নয়। এটি মানবজীবনে একাধিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে।

উকুনের সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বহু মানুষকেই ছোটবেলায় কমবেশি উকুনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। উকুন দূর করার জন্য বাজারে একাধিক কেমিক্যালজাত প্রোডাক্ট থাকলেও, সমস্যার সুরাহা পূর্ণরূপে আর হয় না। কোনো কোনো ক্ষেত্রে তো ত্বক ও চুলের ক্ষতিও হতে দেখা যায়।
তবে অনেকেই জানেন না যে, ঘরোয়া পদ্ধতিতেও উকুন তাড়ানো সম্ভব। সঠিক জিনিস ও সঠিক পদ্ধতি প্রয়োগ করলে খুব সহজেই ঘরোয়া উপায়ে উকুন দূর করা যায়। উল্লেখ্য, এই তালিকায় সবার আগে পুদিনা পাতাকে থাকতে দেখা যায়। এই গাছের পাতা মাথা থেকে উকুন তাড়াতে সাহায্য করে।
■ মনুষ্য জীবনে পুদিনার উপকারিতা:
পুদিনা পাতার সাহায্যে যে শুধুমাত্র উকুনই দূর করা যায়, তা নয়। এটি মানবজীবনে একাধিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। নিম্নে সেই নিয়েই আলোচনা করা হল:-
১. পুদিনা পাতা মাথার খুশকি দূর করতে পারে। মাথায় এই পাতার উপস্থিতি খুশকি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
● পুদিনা পাতার রস জলে মিশিয়ে স্নান করার সময়ে সেই জল ব্যবহার করলে খুশকি দূর হয়।
২. পুদিনা পাতা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে।
● হজমের সমস্যায় ভুক্তভোগী মানুষ পুদিনা পাতার শরবত খেলে কার্যকরী ফল পাবেন।
৩. হার্টের অসুখের সঙ্গেও জড়িত রয়েছে পুদিনার উপকারিতা।
৪. মুখের দুর্গন্ধ দূর করতেও পুদিনা পাতা কার্যকরী ভূমিকা পালন করে থাকে।
● এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিদিন পুদিনা পাতার জল ব্যবহার করে কুলি করতে হবে। নিয়মিতভাবে এই কাজটি করলে মুখের দুর্গন্ধ দূর হবে।