নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পূজা ব্যানার্জি।

বাংলা সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পূজা ব্যানার্জি (Puja Banerjee)। কোয়েল মল্লিক, শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly), শ্রাবন্তী চ্যাটার্জির মতোই একাধিক প্রথম সারির অভিনেতাদের বিপরীতে অভিনয় করেন তিনি। বাংলা ও হিন্দি উভয় অভিনয় জগতেই নিজের অভিনয় প্রদর্শন করেছেন অভিনেত্রী। যার ফলে, বাংলার বাইরেও তার ভক্ত ছড়িয়ে রয়েছে।

২০০৮ সালে হিন্দি অভিনয় জগতে তাঁর যাত্রা শুরু হয় ‘কাহানি হামারে মহাভারত কি’ (Kahaani Hamaaray Mahaabhaarat Ki) ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ (Tujh Sang Preet Lagai Sajna) ধারাবাহিকের মাধ্যমে। এরপরে ২০১০ সালে ‘সর্বগুণ সম্পন্না’ (Sarvggun Sampanna) নামক ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। ২০১১ সালে ‘দেবো কে দেব… মহাদেব’ (Devon Ke Dev… Mahadev)-এ অভিনয় করার মাধ্যমে হিন্দি ধারাবাহিকে তিনি অভিনয় করার ধারাবাহিকতা বজায় রাখেন। যদিও এরপরে তিনি পাড়ি দেন বাংলা অভিনয় জগতে এবং ‘মাচো মস্তানা’ (Macho Mustanaa), ‘চ্যালেঞ্জ ২’ (Challenge 2), ‘রকি’ (Rocky)-এর মতো হিট সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেন।

দুই বছর অভিনয় জগৎ থেকে বিরতি নেওয়ার পরে আবার তিনি ফেরত এসেছেন অভিনয়ের দুনিয়ায়। ২০২২ সালে ‘অনুপমা: নমস্তে আমেরিকা’-এর হাত ধরে আবার তাঁর প্রত্যাবর্তন ঘটে অভিনয় জগতে। তিনি বর্তমানে বিবাহিতা এবং এক সন্তানের জননী। সন্তান জন্ম দেওয়ার পরেও তাঁর ফিগারে একটুও ক্লান্তি ধরা পড়েনি। অল্প স্বাস্থ্যবতী হয়ে গেলেও তিনি ডায়েট কন্ট্রোল ও জিমে নিয়মিত কসরত করার মাধ্যমে আবার টানটান ফিগার পাওয়ার চেষ্টায় ব্যস্ত রেখেছেন নিজেকে।

এই জনপ্রিয় অভিনেত্রীকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াতে দেখা গেল। তিনি অভিনয় জগৎ থেকে বিরতি নিলেও সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থেকেছেন। ভক্তরাও তাঁর সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারেননি। সম্প্রতি ভাইরাল হওয়া ফটোতে তাঁকে কালো রঙের স্কিন টাইট সুইম স্যুট পরে থাকতে দেখা যায়। ফটোতে দৃশ্যমান সুইম স্যুটটি তাঁর শরীরকে যেন আঁকড়ে ধরে থাকে। অন্য পোশাকে ফিগার ঢাকা গেলেও, সুইম স্যুটে প্রকৃত ফিগার লুকিয়ে রাখা মুশকিল। আর তাই এইবারে এ পোশাকে খুব সহজেই দর্শকদের চোখে ধরা দিল পূজার মেইনটেইন করা সুন্দর ফিগার।