Puja Banerjee: দুধ সাদা পোশাকে নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

অভিনেত্রী পূজা ব্যানার্জীর চল্লিশ ছুঁতে বাকি আর মাত্র কয়েক বছর। বর্তমানে ৩৬ বছর বয়সে পা দিয়েছেন পূজা ব্যানার্জী।

Puja Banerjee: অভিনেত্রী পূজা ব্যানার্জীর চল্লিশ ছুঁতে বাকি আর মাত্র কয়েক বছর। বর্তমানে ৩৬ বছর বয়সে পা দিয়েছেন পূজা ব্যানার্জী (Puja Banerjee)। বঙ্গ কন্যা বাংলা থেকে বেশি হিন্দি ইন্ডাস্ট্রিতেই পরিচিত। তবে অভিনয় হোক কিংবা ফটোশুট তাঁর যৌবনের আগুনে পুড়তে রাজি আট থেকে আশি। নিয়মিত অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আপডেট দিতে ভোলেন না তিনি। ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার্স আছে যেখানে ওয়েস্টার্ন, সুইমিং সুট কিংবা ছোট পোশাকের ফটোতে সবার মন কেড়ে নেয় বঙ্গতনয়া। আয়েদিন তিনি ভাইরাল হয়ে যায়। আর সেখানেই যুক্ত হলো আরও একটি নতুন ভিডিও।

Puja Banerjee Photo:

Puja Banerjee

পূজার শরীরে দেখা যাচ্ছে স্লীভলেস অফ শোল্ডার সাদা পোশাক। পূজার শরীরের বেশিরভাগ অংশ ক্যামেরায় স্পষ্ট, যা দুর্দান্ত লাগছে চাক্ষুস করতে। বক্ষবিভাজকা স্পষ্ট। টাইট হবার কারণে শরীরের সাথে পুরো লেগে আছে। যৌবন যেন উপচে পড়েছে তার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরা দিয়েছে এক লাস্যময়ী রূপে। কখনও আনমনা আবার কখনও দুর্দান্ত এক্সপ্রেশন প্রদান করেছে সে।

তার যৌবন ভরা রূপ দেখে যে কোনো পুরুষ গলে যেতে বাধ্য। মা হবার পরেও কিভাবে নিজেকে এতসুন্দর রেখেছেন তা পূজাকে না দেখলে হয়তো বিশেস করা সম্ভব না। ১.৪ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে এই ভিডিওতে। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট তো আছেই। কেউ বলেছেন -‘সেক্সি’ তো কারোর কথায় -‘আপনার মতো সুন্দরী দেখিনি’। আবার অনেকেই কটূক্তি ভরা কমেন্ট করেছেন।

Puja Banerjee Viral Video:

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

বর্তমানে স্বামী কুনাল ভার্মা (Kunal Verma) ও ছেলে কৃষিভ (Krishiv) কে নিয়েই কাজের পরের সময়টা কাটিয়ে দেন নায়িকা। পূজা প্রথম বিয়ে করেন অরনয় চক্রবর্তীকে। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০২০ সালে হয় তাদের বিয়ে। তবে জানা যায় বিয়ের আগেই পূজা প্রেগনেন্ট হয়েছিলেন। বাংলা সিনেমাতে অভিনয় করলেও হিন্দি ধারাবাহিকেই সবথেকে বেশি তাঁকে দেখা গেছে।