একটি ক্ষুদ্র পাসমকে পেঁচিয়ে মেরে ফেলল বিশালাকার পাইথন সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
লড়াইয়ে একদিকে ছিল ভয়ঙ্কর পাইথন। অন্যদিকে ছিল এক ক্ষুদ্র পাসম। এই প্রাণীর সাথেই কার্যত যুদ্ধে মেতেছিলো পাইথন।

সাপে-নেউলে সম্পর্ক এই কথাটি হামেশাই শোনা যায়। তবে শুধুই কিন্তু সাপ কিংবা নেউলের সম্পর্কই খারাপ নয়। আরও অনেক প্রাণী আছে যাদের সাথে সাপের সম্পর্ক খুবই খারাপ। একে অপরের সামনে আসলেই কার্যত মরণ বাঁচন লড়াই চালু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও বর্তমান সময়ে ভাইরাল হয় বিভিন্ন সাপের ভিডিও। তাদের সেসব অবাক ভিডিও দেখে মন গলে যায়। আগে সাপ দেখলেই গা শিউরে উঠতো দর্শকদের। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম। এবার তেমনই এক মরণ-বাঁচন লড়াইয়ের সাক্ষী থাকলো নেট বাসী।
লড়াইয়ে একদিকে ছিল ভয়ঙ্কর পাইথন। অন্যদিকে ছিল এক ক্ষুদ্র পাসম (Possum)। ক্ষুদ্র এই প্রাণীর সাথেই কার্যত যুদ্ধে মেতেছিলো পাইথন। ভয়ঙ্কর চেহারা যার আনুমানিক দৈর্ঘ্য হবে ১০-১২ ফুট কতটা ভয়ঙ্কর পাইথন ও ক্ষুদ্র পাসম হতে পারে তা আজ আপনারা চাক্ষুস করতে পারবেন। ভাইরাল (Viral) হওয়া ভিডিওতে দেখা গিয়েছে পাইথনটি পাসমকে চেপে ধরে রেখেছিলো। কিন্তু কিভাবে যে নিজেকে ছাড়াচ্ছে সেই জাল থেকে বুঝতে পারছেন না।
বিশাল সাংঘাতিক যুদ্ধ কার্যত দেখে হাড়হিম হয়ে যায়। আর এই যুদ্ধ যেন মরণ-বাঁচন যুদ্ধ ছিল দুজনের জন্যই। তাই শেষে কে জিতলো তা জানার আগ্রহ দর্শকদের থাকবেই। আপনার কি মনে হয় প্রাণের এই লড়াইয়ে কে জিতবে? ভিডিওর শেষ পর্যন্ত কে জিতেছে তা বোঝা সম্ভব হয়নি। হ্যাঁ অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই এমনটা হয়েছে। তবে দর্শকদের কথায় পাইথন অবশ্যই এই লড়াইয়ে জিতবে। ভিডিওটির প্রকাশ্য এসেছে ‘gancettv4314‘ নামের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে।
লক্ষ লক্ষ লাইক ও কমেন্ট এসেছে। কয়েক সেকেসের এই ভিডিও বাচ্চা কিংবা দুর্বল হৃদয় যুক্ত মানুষদের দেখবেন না। আপনিও দেখুন এই ভিডিও আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আর আরও এই ধরণের ভাইরাল নিউজ পেতে আমাদের সংবাদ নিউজ নেক্সট -এর পেজটি ফলো করে রাখুন।