বদলে গেল দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা! রচনা ব্যানার্জির জায়গা নিল এই খুদে
রচনার মঞ্চে খেলতে উপস্থিত হয়েছিল চারজন ক্ষুদে দিদি। তার মধ্যেই একজন কার্যত নার্সারির ছাত্রী অনুষ্কা। অবিকল রচনার মতো সেজে গড়গড় করে রচনার সংলাপ আওড়াতে দেখা গেল।

রচনার সামনেই এবার মিনি রচনা। ‘দিদি নম্বর ১’ মঞ্চে কি হয় আর না হয় তা সকলেরই জানা। বাংলার কোনা কোনা থেকে উপস্থিত হন দিদিরা। সাথেই থাকে নিজেদের বিভিন্ন গল্প। তবে এবার ছাঁটাইয়ের মুখে পড়তে চলেছে খোদ রচনা (Rachana Banerjee)। সঞ্চালনার দায়িত্ব যেতে পারে অন্য এক রচনার কাছে। ঠিকই বলছি আর এই কথা নিজেই মুখে বলেছেন রচনা। কেন পাচ্ছেন সঞ্চালনার মঞ্চ হারানোর ভয়?
সম্প্রতি রচনার মঞ্চে খেলতে উপস্থিত হয়েছিল চারজন ক্ষুদে দিদি। তার মধ্যেই একজন কার্যত নার্সারির ছাত্রী অনুষ্কা। অবিকল রচনার মতো সেজে গড়গড় করে রচনার সংলাপ আওড়াতে দেখা গেল। রচনা যে ভঙ্গিতে শো শেষ করেন, সেটি অভিনয় করে দেখালো সে। যেভাবে কথা বলেন অবিকল সেই ভাবেই দেখিয়েছে ক্ষুদে। আর তা দেখে কার্যত রচনা নিজেই বিশ্বাস করতে পারছে না।
প্রতিদিন বিকাল ৫ টায় নিজের ঠাম্মির সাথে দিদি নম্বর ১ দেখে অনুষ্কা, তা নিজে মুখেই অনুষ্কা রচনার সামনে তুপে ধরেন। ছোট এই ভিডিও ক্লিপ কার্যত ছেয়ে গেছে সম্পূর্ণ ইন্টারনেট জুড়ে। সেখানে ‘ক্ষুদে রচনা’ আখ্যা পেয়েছে অনুষ্কা। সবাই আশীর্বাদ করেছে যাতে সে অনেক বড়ো হতে পারে।
স্কুলে বন্ধুদের গায়ে ধুলো ছিটিয়ে দেওয়ার কীর্তি থেকে সারাদিন কীভাবে কাটে, নিজের মুখেই জানালো অনুষ্কা। রচনার আবদার মেনে শোনালো ‘নীল দিগন্তে’ গান। দুর্দান্ত এই ভিডিওটি দেখুন আর কেমন কাগলো তা অবশ্যই জানতে ভুলবেন না। দিদি নম্বর ১ -র নবম সিজন দেখতে হলে জি বাংলার পর্দায় সোম-শনি চোখ রাখুন বিকাল ৫ টায়। রবিবার রাত ৮:৩০ থেকে।