ছেলের চিন্তায় উড়েছে রাতের ঘুম, ‘Didi No 1’-এর মঞ্চে বড় সিদ্ধান্ত নিলেন রচনা ব্যানার্জি
এই মুহূর্তে সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হয় তাকে। ছেলের প্রতি সবসময় কড়া নজর রাখেন রচনা।

অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) বর্তমানে সিনেমার নায়িকা নন। বরং তার পরিচয় বাংলার দিদি। ‘দিদি নং ১’ স্টেজ থেকে হাজারো মহিলাদের জীবন কাহিনী তুলে আনেন রচনা। আয়েদিন বিভিন্ন সেলিব্রিটি থেকে সাধারণ মহিলারা আছে সেখানে নিজেদের জীবনের গল্প তুলে ধরতে। সংসার থেকে সন্তান মানুষ সেসব কথা নিয়েই রচনার কাছে বিভিন্ন টিপস নিতে আসে অনেক মানুষ। দিনভর শুটিং নিয়ে ব্যস্ত থেকেও ছেলেকে মানুষ করে রচনার কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জে। রচনা ব্যানার্জীর ছেলে এখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখতে চলেছে।
এই মুহূর্তে সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হয় তাকে। ছেলের প্রতি সবসময় কড়া নজর রাখেন রচনা। কিন্তু ছেলেকে নিয়ে সবসময় তার মধ্যে উদ্বেগও কাজ করে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের সেটে সুদীপা চ্যাটার্জী হাজির হয়েছিলেন। তিনি রচনা ব্যানার্জীর সামনে প্রশ্ন করেন -‘মাতৃত্বের কোন সময়টা তার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল?’ রচনা ব্যানার্জী সঙ্গে সেই বিষয়েই আলোচনা করছিলেন রচনা।
রচনা জানিয়েছেন, “এই এখনের সময়টা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। যুগ বদলে যাওয়ার জন্য আমি খুব ভয়ে ভয়ে পা ফেলি। আমি সব কাজ পারমিশন নিয়ে করতাম বাবার থেকে। বাবা মারা যাওয়ার দুই বছর আগে অবধিও তাই ছিল। আমি যেহেতু এভাবে মানুষ তাই আমার মেনে নিতে কষ্ট হয় যে আমাকে আমার ছেলে মুখের উপর জবাব দেবে। এমন নয় ও খারাপ। আসলে পরিবেশটা একইরকম হয়ে গেছে। ওরা নিজেদের দুনিয়ায় খুব ব্যস্ত। সব শুনছে কিন্তু করছে সেটাই যেটা ও ভাবছে।”
সুদীপা যদিও রচনার মতো মা হবার জন্যই আশীর্বাদ নিয়ে নেন। এই সময়ে রচনা ব্যস্ত তার নিজস্ব ব্র্যান্ড ‘রচনা’জ ক্রিয়েশন’ (Rachna’s Creation) নিয়ে। ফেসবুক লাইভে একচেটিয়া নিজের শাড়ির প্রমোশন করছেন রচনাদি। একা হাতে কার্যত এই ব্র্যান্ড দাঁড় করিয়েছেন তিনি। ৪৮ বছরেও তাঁর রূপ যে কোনো পুরুষকে ঘায়েল করতে পারলেও পর পর দুটি বিবাহ বিচ্ছেদ হবার পরে ছেলেকে নিয়ে একাই থাকেন তিনি