Rachana Banerjee: রাতারাতি চাকরি হারালেন রচনা ব্যানার্জি! বদলে গেল ‘দিদি নং ১’-এর সঞ্চালিকার মুখ
দিদি নম্বর ১ এর সঞ্চালিকা হয়ে যাচ্ছে বদল। তার নেপথ্যে কারণ কি?

রচনা ব্যানার্জী -র জনপ্রিয়তা কি তাহলে কমে গেল? দিদি নম্বর ১ এর সঞ্চালিকা হয়ে যাচ্ছে বদল। তার নেপথ্যে কারণ কি? ১০ বছরের বেশি সময় ধরে ৯ তি সিজন জুড়ে চলছে এই রিয়ালিটি শো। যেখানে বাংলার কোনা কোনা থেকে দিদিরা রচনার ব্যানার্জীর (Rachana Banerjee) সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখে। তবে সঞ্চালিকা বদলের খবর সামনে আসতেই সকলেই হতাশ ও অবাক।
শেষমেষ কিনা রচনা ব্যানার্জীকে হটিয়ে দিয়ে সেই জায়গায় নতুন সঞ্চালিকাকে জায়গা দিল চ্যানেল কর্তৃপক্ষ! এবার আর দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার জায়গায় রচনা ব্যানার্জীকে দেখতে পাবেন না। বদলে তার জায়গায় এলেন এক জনপ্রিয় ওড়িয়া সঞ্চালিকা। কে এই সঞ্চালিকা আর কেনই বা বদল হতে চলেছে রচনা ব্যানার্জীর। সোশ্যাল মিডিয়াতে দিদি নাম্বার ওয়ানের নতুন একটি প্রোমো সামনে এসেছে।
চিন্তা নেই রচনা ব্যানার্জী বদল হচ্ছে না। জি-য়ের ওড়িয়া চ্যানেল জি সার্থক এবার দিদি নম্বর ১ ওডিয়া শুরু করতে যাচ্ছে। আর সেখানেই এক অন্য সঞ্চালিকাকে দেখা যাবে। হুবহু রচনার দায়িত্ব সামলাবেন তিনি। তাই বাংলার মা বোনদের কোনো চিন্তা নেই বিকাল ৫ টা বাজলেই আপনারা অবশ্যই পেয়ে যাবেন রচনা ব্যানার্জীকে দেখতে।
এমনিও ওড়িশা সিনেমায় একসময় প্রথম সারির অভিনেত্রী ছিলেন রচনা। ১৯৯৮ সালে প্রথমবার রচনার বিয়ে হয়েছিল ওড়িয়া ফিল্ম তারকা সিদ্ধান্ত মহাপাত্র (Sidhant Mohapatra)-র সাথে। ওডিয়া সিনেমায় তিনি সিদ্ধান্ত বেশ বড়োসড়ো নাম। আর সেখানেই রচনাও কাজ করেছিলেন চুটিয়ে। তবে ২০০২ সালেই ডিভোর্স হয়ে যায় এই জুটির। পরবর্তীতে ২০০৭ সালে প্রবাল বসু -র সাথে বিয়ে হয় রচনার। ২০০৯ সালে তাঁদের পুত্রসন্তান প্রনীল পৃথিবীতে আসে। তবে তাঁর সাথেও বিবাহ বিচ্ছেদ হয়। ডিভোর্স না হলেও বহু বছর দুজনে একা থাকেন।