প্রকাশ্য মঞ্চে বেসুরো গান গেয়ে কটাক্ষের শিকার রচনা ব্যানার্জি, মুহূর্তে ভাইরাল ভিডিও
বিনোদন জগতের এক জনপ্রিয় নাম রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। টেলিভিশন জগৎ থেকে রুপোলি জগৎ সবেতেই বিস্তার রয়েছে রচনা ব্যানার্জির।

বিনোদন জগতের এক জনপ্রিয় নাম রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। টেলিভিশন জগৎ থেকে রুপোলি জগৎ সবেতেই বিস্তার রয়েছে রচনা ব্যানার্জির। বাংলার সীমানা (Tollywood Film Industry) ছাড়িয়ে তাঁকে দেখা গেছে ওড়িশার সিনেমা জগতেও (Odia Film Industry)। এছাড়াও তিনি কর্মজীবনে সাফল্যের ছোঁয়া পেয়েছেন দক্ষিণী সিনেমা জগতেও (South Indian Film Industry)।
রচনা ব্যানার্জি তাবড় তাবড় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন। তাকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ‘সূর্যবংশম’ (Sooryavansham) সিনেমার এক গুরুত্বপূর্ণ চরিত্রেও। বর্তমানে তিনি সিনেমা জগতের মায়া কাটিয়ে আসীন হয়েছে জি বাংলা চ্যানেলের (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1)-এর ‘দিদি’র আসনে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনিই শোয়ের সঞ্চালনা করে এসেছেন। বিনোদন জগতের ‘দিদি’ বললে এককথায় মানুষ রচনা ব্যানার্জির নাম চেনেন। ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1) শোয়ের দর্শকরা ‘দিদি’র স্থানে রচনা ব্যানার্জি বাদে কাউকে ভাবতেই পারেন না।
তবে সম্প্রতি রচনা ব্যানার্জির একটি ভিডিও ভাইরাল (Rachana Banerjee Viral Video) হওয়ার কারণে তাঁকে ট্রোলের মুখে পড়তে হল। ভাইরাল ভিডিওটিতে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে এক মাচা অনুষ্ঠানে গায়িকার বেশে তাঁর নিজেরই সিনেমার একটি হিন্দি গান গাইতে দেখা গিয়েছে। ওই অনুষ্ঠানে তাঁকে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘সূর্যবংশম’ সিনেমার ‘দিল মেরে তু দিওয়ানা হ্যা’ (Dil Mere Tu Deewana) গানটি গাইতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ঝঙ্কার স্টুডিও’ (Jhankar Studio) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হতেই তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হল। ভিডিওটি প্রায় ৫৩ হাজার মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির কমেন্ট বক্স কটাক্ষ সমন্বিত বন্যায় ভরে গিয়েছে।