OTT-তে রিলিজ হওয়া সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, ভুল করেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না
একাধিক সাহসী দৃশ্যের সমন্বয়ে তৈরি এই ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজটির নাম হল 'গুলাব জামুন'।

বিনোদন প্রদান করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেকে ধরা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে নিজেদের পছন্দ মতো কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। কারোর হাস্যরসাত্মক কন্টেন্ট ভালো লাগে, আবার কারোর থ্রিলার কন্টেন্ট ভালো লাগে। কেউ হরার কন্টেন্ট ভালোবাসেন, আবার কেউ রোম্যান্টিক কন্টেন্ট দেখতে পছন্দ করেন। যদিও এই বিভিন্ন রকমের কন্টেন্টের মাঝে বোল্ড দৃশ্য সম্পন্ন কন্টেন্ট গুলোকেই বেশি জনপ্রিয় হতে দেখা যাচ্ছে।
ওটিটি বিভাগ ডানা মেলে উড়তে শুরু করে করোনা কাল থেকে। করোনা সংক্রমণের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ করার জন্য চালু করা হয় লকডাউন। সেই সময়েই বাড়ির অন্দরে বন্দি থেকে অবসর সময় কাটানোর চাহিদায় গুরুত্ব পায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে মানুষ পছন্দের কন্টেন্ট তথা ওয়েব সিরিজ দেখে অবসর সময় কাটাতে পারেন।
সম্প্রতি এক ওয়েব সিরিজের নাম সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকতে দেখা গিয়েছে। উক্ত ওয়েব সিরিজটির ক্লিপও অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু ওয়েব সিরিজ মোটেই পারিবারিক প্রকৃতির নয়। একাধিক সাহসী দৃশ্যের সমন্বয়ে তৈরি এই ওয়েব সিরিজটি। ওয়েব সিরিজটির নাম হল ‘গুলাব জামুন’। সমস্ত লজ্জার সীমা অতিক্রম করে ফেলায় এই ওয়েব সিরিজটি অ্যাডাল্ট ওয়েব সিরিজের তকমা পেয়েছে।
ওয়েব সিরিজটি একটি স্পেশাল ওষুধ লাভ লোশন কেন্দ্রীক ঘটনাবলীকে কেন্দ্র করে। ওয়েব সিরিজে বলা হয়, উক্ত ওষুধটি শারীরিক মিলনের সহায়ক। সেই ওষুধই গুলাব জামুনে মিলিয়ে একাধিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওয়েব সিরিজের মুখ্য চরিত্র। এরফলে যা যা ঘটেতে থাকে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই তৈরি ওয়েব সিরিজ গুলাব জামুন।