সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত হিন্দি গান গেয়ে তাক লাগালেন ‘রাঙা বউ’, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

নিজের মধুর কন্ঠের জাদুতে মুগ্ধ করলেন সকলকে। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী।

গত ৯ জুলাই বিয়েটা সেরে ফেলেছেন শ্রুতি দাস ও পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার। চার বছর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সেটে দুজনের দেখা হয়েছিল। ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্নেন্দু। আর লিড চরিত্রে ছিলেন শ্রুতি। আর সেখানে থেকেই দুজনের প্রেম কার্যত সবারই জানা।তাঁর থেকে ১৪ বছরের বড় স্বর্নেন্দুর সাথে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া খুব সহজ ছিল না। সোশ্যাল মিডিয়াতে খোলামেলা শ্রুতি (Shruti Das)। তাঁর জীবন থেকে প্রতিভা সব কিছুরই ঝলক পাওয়া যায়। এবারও আবারো একবার তাঁর অসাধারণ গানের ঝলক পাওয়া গেল ইনস্টাগ্রাম ভিডিওতে।

এবার নিজের মধুর কন্ঠের জাদুতে মুগ্ধ করলেন সকলকে। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে নিজের গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। শ্রুতির গলায় শোনা যাচ্ছে বিখ্যাত আরব ও হিন্দি মিশ্রিত গান ‘গুলি মাটা’ (Guli Mata)। যেখানে আরবের গায়ক Saad Lamjarrd এবং ভারতের মহিলা গায়িকা Shreya Ghoshal। এই প্রথম তিনি কোনো বাইরের গানে নিজের গলা দিয়েছেন। তবে শ্রুতির খালি গলায় সেই গান শুনে এক বাক্যে মুগ্ধ ভক্তরা। ভেসে আসছে একের পর এক প্রশংসা বার্তা।

সব মিলিয়ে অভিনেত্রীর কন্ঠে রিল ভিডিও এখন ভাইরাল নেট জগতে। প্রতিবেদন রচনা পর্যন্ত ১ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ দেখেছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও প্রশংসায় ভরপুর কমেন্ট বক্স। কেউ লিখেছেন -‘এই ট্যালেন্ট টাও বর মশাই আগে জানলে গান গাওয়াতে পারতো’। তো কারোর বক্তব্য -‘সত্যি তোমার মধ্যে প্রতিভা আছে’।

শ্রুতিকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে। সেখানেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি রায়। বরকে নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে লেখা লিখি করেন তিনি। দিন কয়েক আগেই স্বামীকে নিয়ে লম্বা একটি পোস্ট করেছিলেন শ্রুতি। যেখানে তাঁর ২০টির থেকে বেশি সফল ধারাবাহিকের পরিচালক থেকে খিদে পেলে সামান্য মুড়ি ও চানাচুর খাওয়া সব কিছুই তুলে ধরেছেন।