চোখে সানগ্লাস মুখে মিষ্টি হাসি, খালি গলায় দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন রানু মন্ডল, ভাইরাল ভিডিও

নীল রঙের নাইটি পরে চোখে সান গ্লাস দিয়ে দুটি গান গাইতে দেখা যায়।

ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডলকে কে না চেনেন? ৪ বছর আগে হোক বা হোক আজকের তারিখ সোশ্যাল মিডিয়ায় সর্বদাই বিরাজমান রানাঘাটের রানু মণ্ডল। প্রায়শই তাঁকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) চর্চার বিষয় হয়ে উঠতে দেখা যায়। আর হবেন নাই বা কেন? রানাঘাটের স্টেশনে ‘এক পেয়ার কা নাগমা হ্যা’ (Ek Pyar Ka Nagma Hai) গানের দৌলতে পুরো সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে উঠেছিলেন তিনি।

‘এক পেয়ার কা নাগমা হ্যা’ গানের দৌলতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। প্রশংসার গুঞ্জন ছড়িয়েছিল মুম্বাই পর্যন্ত। হিমেশ রেশমিয়া তাঁকে ‘তেরি মেরি কাহানি’ (Teri Meri Kahani) গানটি গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। রানু মণ্ডল সুরকার হিমেশ রেশমিয়ার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। প্রস্তাবে রাজি হন এবং গানটি গেয়ে ফেলেন। এই গানের দৌলতে তিনি সারা দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

আজকাল যদিও রানু মণ্ডলের কাছে গান গাওয়ার অফার আসে না বললেই চলে। বর্তনানে ইউটিউবারদের দয়ায় তাঁর জীবন অতিবাহিত হয়। ইউটিউবাররা তাঁর কাছে যান ও সময় কাটান। কেউ তাঁর সঙ্গে কথা বলে ভিডিও বানান, আবার কেউ তাঁর সঙ্গে নাচে ব্যস্ত হয়ে পড়েন। এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি রানু মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে এলোমেলো চুলে নীল রঙের নাইটি পরে চোখে সান গ্লাস দিয়ে দুটি গান গাইতে দেখা যায়। তিনি প্রথমে গাইলেন ‘গোরি তেরি গাঁও বারা পেয়ারা’ ও পরে গাইলেন ‘কোই দিন সে মুঝে কোই স্বপ্না’ গান। নিয়মিত রেওয়াজ না করেও তাঁকে খুবই সুন্দরভাবে গান দুটি গাইতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘অর্পণ রায়’ (Arpan Roy) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি দেখে নেটিজেনরা পোস্টের কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওটি প্রায় ১১ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করেছেন।