চোখে চশমা মুখে মিষ্টি হাসি, মনের আনন্দে দুর্দান্ত গান গেয়ে তাক লাগালেন রানাঘাটের রানু মন্ডল, ভাইরাল ভিডিও

মুখে মিষ্টি হাসি নিয়ে সাধারণ নাইটি পরে অসাধারণভাবে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেছে।

বেশ কয়েক বছর আগে রানাঘাটের স্টেশনে রানু মণ্ডল নামের এক মহিলার খোঁজ পাওয়া গিয়েছিল। নিজ কণ্ঠে ‘এক পেয়ার কা নাগমা হ্যা’ (Ek Pyar Ka Nagma) গান ধরে মন জয় করে নিয়েছিলেন নেটিজেনদের। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গেছিল নেটাগরিকরা। পরে তিনি হিমেশ রেশমিয়ার কাছে গান গাওয়ারও সুযোগ পান। জীবনের গতি বদলাতে শুরু করলেও আবার তাঁকে সেখানেই এসে দাঁড়াতে হয়, যেখান থেকে তিনি খ্যাতির যাত্রা শুরু করেছিলেন। বহুবার ট্রোলের শিকারও হতে হয়েছে তাঁকে। তবে এবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটি তাঁকে আবার নেটিজেনদের প্রশংসার অধিকারী করে তুলল।

সম্প্রতি রানাঘাটের রানু মণ্ডলের (Ranu Mandal) একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে মুখে মিষ্টি হাসি নিয়ে সাধারণ নাইটি পরে অসাধারণভাবে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেছে। মাঝে ট্রোল ও কন্ট্রোভার্সির মাঝে হারিয়ে যাওয়া রানু মণ্ডলকে আবার যেন পুরোনো ছন্দে ফিরতে দেখা গেল। ভিডিওতে তাঁর মুখে শোনা গেল একটি নয়, দুইটি হিন্দি গান।

রানুদিকে গাইতে দেখা গেল ‘গোরি তেরি গাঁও বড়া পেয়ারা’ (Gori Tera Gao Bara Pyara Song by Ranu Mandal) ও ‘কোই দিন সে মুঝে কোই স্বপ্না’ (Koi Din Se Mujhe Koi Swapna) গান। এই গানগুলো গাওয়ার সময়ে তাঁকে জমকালো পোশাক পরে থাকতে দেখা যায়নি, আর না তাঁর মুখে ছিল ভারী মেকআপ। পরিবর্তে তাঁকে মাথাভর্তি এলোমেলো চুলে একদম সাধারণ নাইটি পরে চোখে সানগ্লাস নিয়ে ফুরফুরে মেজাজে গান দুটো গাইতে দেখা গেল।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘অর্পণ রায়’ (Arpan Roy) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ১১ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করেছেন। রানাঘাটের রানুদিকে আবার পুরোনো অবতারে দেখে খুশি হয়েছেন বহু নেটিজেন। অনেকেই রানুদির গান শুনে তাঁর প্রশংসা করেছেন পোস্টের কমেন্ট বক্সে। ফলস্বরূপ এই ভিডিওটি ভাইরাল হয়ে যেতে দেখা গেছে (Ranu Mandal Viral Video) সোশ্যাল মিডিয়ায়।