অবিকল মানুষের মতো কথা বলে তাক লাগাল লাল রঙের টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

একটি লাল রঙের টিয়া পাখি একটি বাড়ির বারান্দার মোড়কে বসে তাঁর মালকিনকে দেখতে না পেয়ে রীতিমত ছটফট শুরু করেছে।

ইন্টারনেটের এই যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হতে দেখা যাচ্ছে। এর মাধ্যমে প্রতিনিয়তই ধরা পরছে এক সে বারকার এক প্রতিভা। এমনকি প্রতিভা প্রকাশের‌ দিক থেকে মানুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই বিভিন্ন পশু পাখিরাও। ‌মানুষের মতো কোমর বেঁধে তারাও নেমে পরেছে সমাজে নিজেদের পরিচিতি গড়তে। এর আগে বহুবার টিয়া পাখিদের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। যা সকলেরই বেশ নজর কেড়েছে। তবে সম্প্রতি একটি ভিডিওকে ঘিরে চোখ কপালে উঠেছে প্রত্যেকের।

আমরা জানি সাধারণত টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিরা হুবহু মানুষের মতো কথা বলতে পারে। আর এ ধরনের পাখিদের কথা বলার ভিডিও বেশ পছন্দ প্রতিটি মানুষের। যার কারণে এই ভিডিওগুলো প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে যায়। সম্প্রতি সেরকমই একটি ভিন্ন স্বাদের ভিডিও ভাইরাল হল নেট দুনিয়ার পাতায়। তবে এবার ভিডিওটিতে দেখা গেল একটি লাল রঙের টিয়া পাখির কর্মকাণ্ড।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি লাল রঙের টিয়া পাখি একটি বাড়ির বারান্দার মোড়কে বসে তাঁর মালকিনকে দেখতে না পেয়ে রীতিমত ছটফট শুরু করেছে। ঠিক এরপরই পাখিটি ‘মাম্মি কাঁহা হ্যায়’ বলে মিষ্টি সুরে ডাক দেয়। আর পাখিটির ডাক শুনেই তাঁর মালকিনও জবাব দেয় ‘আয়ি বেটা’। এমনকি কিছুক্ষণ দুজন পরস্পরের সাথে বেশ ভাবও জমান। আর এই দৃশ্য নেট দুনিয়ার পাতায় ভাইরাল হতেই পাখিটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনদের সিংহভাগ।

‘দীপাংশু কাবরা’ (Dipanshu Kabra) নামক এক আইপিএস অফিসার নিজের টুইটার হ্যান্ডেল থেকে আপলোড করেন টিয়া পাখির এই ভিডিওটি। ভিডিওটি বছরখানেক পুরোনো হলেও তা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়ার পাতায়। পাশাপাশি ভিডিওটিকে পছন্দ করেছেন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ। এছাড়াও ভিডিওটিকে শেয়ার করা হয়েছে টুইটার ছাড়াও আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রসঙ্গত, ভিডিওটিতে যেই টিয়া পাখিটিকে দেখা যাচ্ছে সেটি ‘চ্যাটারিং লোরি’ (Chattering Lory) প্রজাতির। এই প্রজাতির টিয়াপাখি সাধারণত ইন্দোনেশিয়ার উত্তর মালুকুতে পাওয়া যায়।