মাসের শুরুতেই রেশনে বিনামূল্যে পাবেন অতিরিক্ত সামগ্রী, কি কি পাবেন? জানুন বিশদে
সিংহভাগ ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ডের গুরুত্ব অতুলনীয়। কারণ এই কাগজটি সরকারি কাজে প্রমাণরূপে ব্যবহার করা যায়, আবার রেশন নেওয়ার জন্য ব্যবহার করা যায়।

সিংহভাগ ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ডের গুরুত্ব অতুলনীয়। কারণ এই কাগজটি সরকারি কাজে প্রমাণরূপে ব্যবহার করা যায়, আবার রেশন নেওয়ার জন্য ব্যবহার করা যায়। কার্ডের প্রকৃতি অনুযায়ী উপভোক্তারা চাল, গম, ডাল, আটা, চিনি পেয়ে থাকেন। কেউ কোনোটা বিনামূল্যে পান, আবার কেউ স্বল্পমূল্যে। আমাদের রাজ্যেই প্রায় ৯ কোটি মানুষের কাছে রেশন কার্ড আছে। দেশজুড়ে সক্রিয় রেশন কার্ডের সংখ্যা প্রায় ৮০ কোটি থেকে ৯০ কোটির মতো। নিম্নে রেশন কার্ডে দেওয়া সামগ্রীর পরিমাণ তুলে ধরা হল।
■ রেশন কার্ডে প্রাপ্ত খাদ্যের পরিমাণ কত?
১. এএওয়াই (AAY) –অন্তদয়া অন্ন যোজনা (Antyodaya Anna Yojana):
এক্ষেত্রে উপভোক্তারা ১৪ কেজি গম ও ২১ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। গমের পরিবর্তে অনেক ক্ষেত্রে ১৪ কেজি আটার প্রস্তাবও দেওয়া হয়। এছাড়াও স্বল্পমূল্যে ১ কেজি চিনিও পাওয়া যায় এই শ্রেনীর কার্ডের অধীনে।
২. এসপিএইচএইচ (SPHH) – স্টেট প্রায়োরিটি হাউস হোল্ড (State Priority House Hold):
এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে উপভোক্তারা ২ কেজি গম ও ৩ কিলো চাল পাবেন। গমের পরিবর্তে অনেক ক্ষেত্রে ১ কেজি ৯০০ গ্রাম আটার প্রস্তাবও দেওয়া হয়।
৩. পিএইচএইচ (PHH) – প্রায়োরিটি হাউস হোল্ড (Priority House Hold):
পিএইচএইচ-এর উপভোক্তারা এসপিএইচএইচ-এর মতোই সামগ্রী পাবেন। অর্থাৎ, এক্ষেত্রে উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে ২ কেজি গম ও ৩ কিলো চাল পাবেন। গমের পরিবর্তে অনেক ক্ষেত্রে ১ কেজি ৯০০ গ্রাম আটার নেওয়ার বিকল্প উপলব্ধ রয়েছে।
৪. আরকেএসওয়াই ওয়ান (RKSY I) – রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান (Rajya Khadhya Sursaksha Yojana – I):
এই শ্রেনীর অন্তর্গত উপভোক্তারা বিনামূল্যে সবকিছু পাবেন না। এক্ষেত্রে তাঁরা ৫ কেজি আটা পেয়ে থাকেন। এছাড়াও স্বল্পমূল্যে চিনি, ময়দা ও ছোলা কেনার বিকল্প দেওয়া হয়েছে।
৫. আরকেএসওয়াই টু (RKSY II) – রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (Rajya Khadya Suraksha Yojana II):
এই শ্রেণীর অন্তর্গত উপভোক্তারা ‘আরকেএসওয়াই ওয়ান’-এর মতো শুধুমাত্র চালই পাবেন। তবে এক্ষেত্রে চালের পরিমাণ কমে ২ কেজি হয়ে যাবে। তাঁরা এছাড়া আটা বা গম পাবেন না। কেউ চাইলে অন্য সামগ্রী টাকা দিয়ে কিনে নিতে পারেন।