অঞ্জনা সিংয়ের হট মুভে নিয়ন্ত্রণ হারালেন রবি কিষান, উষ্ণ রোমান্স দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

জনপ্রিয় ভোজপুরী অভিনেতা রবি কিষান (Ravi Kishan) ও অঞ্জনা সিংকে (Anjana Singh) রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়।

ভোজপুরী সিনেমা ও গানের ক্রেজ দিনের পর দিন বাড়ছে বৈকি কমছে না। ভোজপুরী গানগুলো আজকাল প্রায়শই বিয়েবাড়িতে ও অনুষ্ঠানে বাজতে শোনা যায়। উচ্চ মিউজিক সম্পন্ন দুর্দান্ত বেস বিশিষ্ট গানগুলোকে আনন্দময় পরিবেশে মনের মতো করে নাচার জন্য অনেকেই উপযুক্ত বলে মনে করেন।

ভোজপুরী গানের ভিডিওতে সোশ্যাল মিডিয়া ভরে রয়েছে। নেটিজেনদের চাহিদা বাড়তে থাকার কারণেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিডিওগুলো সংখ্যায় বাড়তে দেখা গেছে। ভিডিওগুলোতে নেটিজেনরা প্রতিক্রিয়া ও মন্তব্য করতে শুরু করলে ভিডিওগুলো আবার পাল্টা ভাইরাল হতে দেখা যায়। তবে শুধুমাত্র গানের ভিডিওই নয়, ভোজপুরী সিনেমার চাহিদাও প্রতিনিয়ত বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে দেশজুড়ে।

সম্প্রতি ভোজপুরী গানেরই একটি ভিডিও ভাইরাল (Bhojpuri Song Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে জনপ্রিয় ভোজপুরী অভিনেতা রবি কিষান (Ravi Kishan) ও অঞ্জনা সিংকে (Anjana Singh) রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। উষ্ণতার আবহ সৃষ্টিকারী এই গানের ভিডিওটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘লাভ এন্ড পলিটিক্স’ নামক সিনেমার অংশ বলে জানা গেছে। এই সিনেমায় দুইজনকে পরস্পরের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের নাম ‘লাগালে তু অঙ্গ সাজনা’। গানটির গীতিকার ও সুরকার ছিলেন আদি সিং। আর এই গানেতেই রবি ও অঞ্জনার রোম্যান্সের মাঝে অভিনেত্রীর হট মুভের সাক্ষী হওয়ার সুযোগ পান দর্শকরা। অঞ্জনার আবেদনময়ী ভঙ্গিমায় ঘায়েল হয়েছে বহু পুরুষ দর্শক।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এসআরকে মিউজিক ইউটিউব চ্যানেল’ (SRK Music Youtube Channel) থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১১ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৮ হাজার অতিক্রম করে গেছে। অনেকেই আবার এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটিকে কেন্দ্র করে মন্তব্যও করেছেন।