বাজার কাঁপাতে আসছে ১০০০ টাকার নতুন নোট! জানুন কি বলছে RBI
২০০০ টাকার নোট বাতিলের পর থেকেই ১০০০ টাকার নোট ফিরে আসার গুঞ্জন শুনতে পাওয়া যায়। এই খবর বাজার ছেয়ে যেতেই এই প্রসঙ্গে মুখ খুললেন আরবিএই গভর্নর শক্তিকান্ত দাস।

ভারতীয় মুদ্রা কেন্দ্রীক নয়া খবর প্রকাশ্যে (1000 Rupees News Update)। এই খবর মূলত ১০০০ টাকার নোটকে কেন্দ্র করে। দাবি করা হয়েছে, ১০০০ টাকার নোট আবার বাজারে আসতে পারে। ডিমনিটাইজেশনের পরে এবার আবার ১০০০ টাকার নোট বাজারে দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যে ২০০০ টাকার নোট বাতিলের খবর প্রকাশ্যে। এই অবস্থায় ১০০০ টাকার নোটের খবর চারিদিকে আলোচনার বিষয় হয়ে উঠতে দেখা গেল।
আরবিআই (RBI)-এর তরফে ২০০০ হাজার টাকার নোট বাতিলের খবর ইতিমধ্যে বাজারে ছড়িয়ে গেছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বাজারে তেমনভাবে আর ২০০০ টাকার গোলাপি রঙের নোট দেখতে পাওয়া যায় না। এর থেকে বুঝতে বাকি থাকে না, যে বাজার থেকে ২০০০ টাকার নোট উঠতে শুরু করে দিয়েছে। সাধারণ মানুষও হাতে সময় থাকতে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা করতে শুরু করেছেন।
যদিও এতে তাড়াহুড়োর কিছু নেই। কারণ এক্ষেত্রে ২০০০ টাকার নোট রাতারাতি ব্যান করা হয়নি। ২০০০ টাকা জমা দেওয়ার জন্য ৪ মাসের মতো সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সাধারণ মানুষ গোলাপি রঙের ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করার সুযোগ পাবেন।
২০০০ টাকার নোট বাতিলের পর থেকেই ১০০০ টাকার নোট ফিরে আসার গুঞ্জন শুনতে পাওয়া যায়। এই খবর বাজার ছেয়ে যেতেই এই প্রসঙ্গে মুখ খুললেন আরবিএই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন যে, বাজারে ৫০০ টাকার নোটের চাহিদাই সবচেয়ে বেশি। তিনি আরও জানান যে, ২০০০ টাকার নোটের নীচে আপাতত ৫০০ ব্যতীত অন্য কোনো নোটের চাহিদা তেমন নেই। আর তাই আপাতত এখন ১০০০ টাকার নোট বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। সোজা কথায় তিনি জানিয়ে দেন যে, বাজারে ১০০০ টাকার নোট আপাতত আসছে না।