বহু বছর পর প্রকাশ্যে প্রসেনজিৎ ও দেবশ্রী রায়ের বিচ্ছেদের আসল কারণ

বাংলা সিনেমা জগতের অন্যতম দুই নক্ষত্র হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Presenjit Chaterjee) ও দেবশ্রী রায় (Debashree Roy)।

বাংলা সিনেমা জগতের অন্যতম দুই নক্ষত্র হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (Presenjit Chaterjee) ও দেবশ্রী রায় (Debashree Roy)। টলিউড ইন্ডাস্ট্রিতে তিনি কারোর কাছে বুম্বাদা নামে পরিচিত। আবার কারোর কাছে ইন্ডাস্ট্রি নামে। দেবশ্রী ও প্রসেনজিতের জুটি নব্বই দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিল। দুইজনের ব্যক্তিগত সম্পর্ক কারোর থেকে লুকিয়ে নেই। একাধিক সিনেমায় সহ অভিনেতা হিসেবে অভিনয় করা বাদ দিয়েও দুইজনে একে অপরের বেটার হাফও ছিলেন।

প্রসেনজিৎ ও দেবশ্রীর সম্পর্কের সূত্রপাত ঘটেছিল বন্ধুত্বের মধ্যে দিয়ে। কর্মজগতে উভয়েই সহকর্মী হিসাবে কাজ করতে শুরু করেন। পরবর্তীকালে দুইজনের বন্ধুত্বের সম্পর্ক প্রণয় বন্ধনে পরিবর্তিত হয়। এরপরে দুইজন বিভা বন্ধনে আবদ্ধ হন ১৯৯২ সালে। যদিও দুইজনের সেই বৈবাহিক বন্ধন বেশিদিন টেকেনি।

‘উনিশে এপ্রিল’ সিনেমায় দেবশ্রী রায়, অপর্ণা সেন ও প্রসেনজিৎ চ্যাটার্জি তিনজনই অভিনয় করেন। এই সিনেমায় দেবশ্রীর অভিনয়ে মুগ্ধ হন সবাই। এর জন্য তিনি জাতীয় পুরস্কার পান। আর দাবি করা হয় এখান থেকেই হিংসাজনিত কারণে দুইজনের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এরপরে আবার দেবশ্রীর নাম জড়িয়ে পড়ে ক্রিকেট খেলোয়াড় সন্দীপ পাটিলের সঙ্গেও। একইসঙ্গে এও রটে যে প্রসেনজিৎ দেবশ্রীকে অভিনয় জগৎ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু দেবশ্রী তা না করায় দুইজনের সম্পর্ক আরওই বিচ্ছেদের দিকে এগিয়ে যায়।

উল্লিখিত সবটাই অনুমান ও চর্চিত কথা হলেও দুইজনের মধ্যে কেউই বিচ্ছেদের ব্যাপারেও মুখ খোলেননি। আর তাই দুইজনের বিবাহ বন্ধনে ভেঙে যাওয়ার প্রকৃত কারণ এখনও রহস্যের আড়ালেই থেকে গেছে। উভয়েই মিডিয়ার সামনে এই নিয়ে একটা শব্দও খরচ করেননি।