500-র নোট বাতিল করে চালু হবে 1000 টাকার পুরোনো নোট? যা বললেন RBI গভর্নর
১০০০ টাকার নোট বের হওয়ার বিষয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

চলতি সপ্তাহে বৃহস্পতিবারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) তরফে আয়োজিত মনিটারি পলিসি কেন্দ্রীক বৈঠকের সমাপ্তি ঘটে। এই সভার মাধ্যমে জন্ম নেয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস স্বয়ং সেই সিদ্ধান্তগুলি প্রকাশ্যে আনেন। উক্ত বৈঠক প্রায় ৩ দিন যাবৎ চলেছিল। তিন দিনের শেষে মনিটারি পলিসির এই বৈঠকের জিডিপি, মুদ্রাস্ফীতি ও অর্থনীতি কেন্দ্রীক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলে।
বৈঠক শেষে আরবিআই গভর্নরের তরফে রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়। একইসঙ্গে ৫০০ টাকার ও ২০০০ টাকার নোট কেন্দ্রীক কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। এছাড়াও ১০০০ টাকার নোট বের হওয়ার বিষয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
আরবিআই গভর্নর জানান যে, সমস্ত ২০০০ টাকার নোট এখনও ব্যাঙ্কে ফেরত আসেনি, মাত্র অর্ধেকের মতো নোট ফেরত আসতে দেখা গেছে। ২০০০ টাকার নোট জমা দেওয়ার বা বদলে নেওয়ার শেষ তারিখ হল চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর। তিনি একইসঙ্গে ৫০০ টাকার ও ১০০০ টাকার নোটের গুজবেও জল ঢাললেন। তাঁর বক্তব্য, এখন কোনোমতেই ১০০০ টাকার নোট বাজারে আনা হবে না এবং ৫০০ টাকার নোট বাতিল করা হবে না। গুজবগুলিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধও করেন।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ১০০০ টাকার নোটের ফিরে আসার কথায় জোর দিয়ে বলেন, এই মুহূর্তে বাজারে ১০০০ টাকার নোট ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। তাঁর কথায়, ১০০০ টাকার নোট আপাতত দেশে চালু হতে দেখা যাবে না।