Ritabhari Chakraborty: ‘আমি ও আমার স্বামী প্রেগন্যান্ট’! বিয়ের আগেই মাতৃত্বের খবর দিলেন ঋতাভরী চক্রবর্তী

বিয়ের আগেই অন্ত:সত্ত্বা! মা হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী।

Ritabhari Chakraborty: বিয়ের আগেই অন্ত:সত্ত্বা! মা হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পুজোর মুখে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী। ‘ফাটাফাটি’ নায়িকার এই খবরে কার্যত বেসামাল গোটা টলিউড। ৩২ বছরের নায়িকা এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। যদিও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সবসময়ই একটা ধোঁয়াশা আছে। সম্প্রতি জনপ্রিয় সিনে ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ধরা দিয়েছেন ঋতাভরী। সেপ্টেম্বর মাসের ‘ফিল্মফেয়ার’ এডিশনে টলিউড নায়িকাকে দেখা যাবে কভার গার্ল হিসেবে। এসবের মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর যেন সবাইকে চমকে দিলেন।

Ritabhari Chakraborty:

Ritabhari Chakraborty

ঋতাভরী এদিন সামাজিক মাধ্যমে লিখলেন, ‘এই খবর সকলকে জানাতে পেরে খুব খুশি যে আমি ও আমার স্বামী প্রেগন্যান্ট। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ প্রয়োজন।’ তবে ঋতাভরীর এই প্রশ্ন দেখে অনেকের মনেই উঠল অনেক ধরনের প্রশ্ন। কিভাবে প্রেগনেন্ট হলেন তিনি এই চিন্তায় হয়তো আজ রাতে ঘুম হবে না অনেকেরই। এর আগে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) হঠাৎ অন্তসত্ত্বা হয়ে পড়েছিলেন। তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে ও বাইরে কম জলঘোলা হয়নি।

Ritabhari Chakraborty:


ঋতাভরীর এইপোষ্টে কেউ কেউ লিখলেন, ‘বিয়ে কবে হল’। আরেকজনের মন্তব্য, ‘এটা কি কোনও প্র্যাঙ্ক নাকি নতুন প্রোজেক্ট?’ যদিও কেউ কেউ এসবে না জড়িয়ে নিখাদ শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রীকে। তবে আসল ব্যাপারটা কি? মনে করা হচ্ছে ‘প্রেগনেন্ট’ নামের কোনো সিনেমাতেই কাজ করছেন ঋতাভরী। যার নাম থেকেই মজাদাঁড় একটা গল্প তৈরী হবে তা মনে করা হচ্ছে। অন্যদিকে বিয়ের কথা চলছিল ঋতাভরী চক্রবর্তী আর তথাগত চট্টোপাধ্যায়ের। নিজের মুখে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েওছিলেন নায়িকা। তবে তথাগতর বাড়ির অমোত থাকায় নাকি এই বিয়ে ভেঙে যায়। পরে অবশ্য ঋতাভরী কিংবা তথাগত এই সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন।

Ritabhari Chakraborty:

২০০৯ সালে ঋতাভরী চক্রবর্তী “ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় শুরু করেন ঋতাভরী। ২০১২ সালে পরিচালক দেবজিৎ ঘোষের ‘তবুও বসন্ত’ সিনেমার মাধ্যমে ডেবিউ করেন। বর্তমানে সাড়ে তিন মিলিয়ন মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘ফাটাফাটি’ দুটি ছবিই ঋতাভরীকে এনে দিয়েছে রাতারাতি অভিনেত্রীর ট্যাগ। তবে এবার সিনেমা নয় শোনা যাচ্ছে এসভিএফ ব্যানারে নবাগত পরিচালক মীর ফালাক -এর ‘নন্দিনী’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে অভিনয় করতে। এখন দেখার, ফাটাফাটি-অভিনেত্রীর এই পোস্ট কি সত্যি? নাকি নতুন কোনও প্রোজেক্ট নিয়ে একটু মস্করা করলেন অনুরাগীদের সঙ্গে!

আরও পড়ুন: কাঁধ থেকে খসে পড়ল আঁচল, আবার লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ছবি