Ritabhari Chakraborty: কালো পোশাকে স্পষ্ট ববক্ষবিভাজিকা, নির্লজ্জতার সমস্ত সীমা পার করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, দেখুন ছবি

কালো রঙের বিকিনিতে ঢেকেছে শরীর। উপরে চাপিয়েছেন নেটের শ্রুগ। শরীরের অধিকাংশ জায়গা বেরিয়েছে আছে।

Ritabhari Chakraborty: গত সোমবার চোখ ধাঁধানো লুকে সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। তাঁর সেক্সি লুক ও হট ফিগার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। কালো রঙের বিকিনিতে ঢেকেছে শরীর। উপরে চাপিয়েছেন নেটের শ্রুগ। শরীরের অধিকাংশ জায়গা বেরিয়েছে আছে। ন্যুড মেকাআপেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। চোখের চাহনিতে ঝরে পড়ছে আবেদন। ছবি দেখে হুঁশ খোয়াল নেটপাড়া। ডিপ কাট হবার কারণে বক্ষ যুগল সুস্পষ্ট ধরা পড়েছে ক্যামেরার মধ্যে।

Ritabhari Chakraborty :

Ritabhari Chakraborty

সম্প্রতি জনপ্রিয় সিনে ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ধরা দিয়েছেন ঋতাভরী। সেপ্টেম্বর মাসের ‘ফিল্মফেয়ার’ এডিশনে টলিউড নায়িকাকে দেখা যাবে কভার গার্ল হিসেবে। এই ছবি গুলি তার মধ্যে থেকেই কিছু তা বোঝা যাচ্ছে। কেউ লিখেছেন -‘ফাটাফাটি সেক্সি’ তো কেউ লিখেছেন -‘বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে সুন্দর নায়িকা’। কিন্তু কটাক্ষ এসেছে বহু কমেন্টে। শরীর দেখিয়ে ফটো দেওয়ার জন্য অনেকেই তাঁকে কুরুচিকর মন্তব্য করেছেন।

এখানে পড়ুন: নির্লজ্জের সমস্ত সীমা পার করেছেন ‘কপিল শর্মা শো’ খ্যাত সুমনা চক্রবর্তী, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

“ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে নিজের অভিনয় শুরু করেন ঋতাভরী। ২০১১ সালে, তিনি ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ তে তার বড় পর্দার যাত্রা শুরু হওয়ার কথা ছিল কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পায়নি। পরে ২০১২ সালে পরিচালক দেবজিৎ ঘোষের ‘তবুও বসন্ত’ সিনেমার মাধ্যমে ডেবিউ করেন। এখনও পর্যন্ত ১৮টি চলচিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তার থেকেও বেশি তিনি দর্শকদের মনে রাজ করেন সোশ্যাল মিডিয়াতে। বর্তমানে ৩৫ লক্ষ মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করে থাকেন।

Ritabhari Chakraborty:

 

View this post on Instagram

 

A post shared by Unofficial Crush (@unofficialcrush22)

‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ও ‘ফাটাফাটি’ দুটি ছবিই ঋতাভরীকে এনে দিয়েছে রাতারাতি অভিনেত্রীর ট্যাগ। তবে এবার সিনেমা নয় শোনা যাচ্ছে এসভিএফ ব্যানারে নবাগত পরিচালক মীর ফালাক -এর ‘নন্দিনী’ ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে অভিনয় করতে। যেখানে এক সমাজের কিছু সমস্যা তুলে ধরা হবে। তবে বর্তমানে ঋতাভরীর এই হট ফটোতে মজে রয়েছে সকলে।