Ritabhari Chakraborty-Jawan: ‘জওয়ান’ সিনেমার এই ডায়লগ লিখেছেন খোদ ঋতাভরী! কিং খানের মুখে শোনা গেল তাঁর প্রশংসা

নিজের ইনস্টাগ্রামে ছবির প্রোমো ভিডিও আপলোড করে সেটা খোদ 'ফাটাফাটি' (Fatafati) নায়িকার খ্যাত নায়িকা ঋতাভরী লিখেছেন।

Ritabhari Chakraborty-Jawan: মুক্তির পর দেখতে দেখতে বক্স অফিসে প্রায় ৭ দিন কাটিয়ে ফেলল ‘জওয়ান’। তবুও শাহরুখ (Shah Rukh Khan) যেন অপ্রতিরোধ্য। আপাতত গোটা দেশ ‘জওয়ান’ (Jawan) জ্বরে কাঁপছে। এখনও পর্যন্ত ৭০০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। এমনটাই চলতে থাকলে মনে করা হচ্ছে ১৫০০ কোটি টাকার গন্ডি সহজেই পেরিয়ে যাবে। বলিউডকে যে আবারো একবার শাহরুখের হাতই ধরতে হবে সিংহাসন ফিরে পেতে তা হয়তো অনেকেই বুঝতে পারেনি। তবে শুধু বোম্বে নয় আমাদের বাংলার মেয়ের লেখা ‘ডায়লগ’ আওরেই আজ এমন সরগরম গোটা দেশ।

Ritabhari Chakraborty -Jawan

আগেই জওয়ানের ডায়লগ নিয়ে মাতামাতি কম হয়নি। তবে জানেন কি এই সংলাপের সঙ্গে বাংলার একটা যোগ আছে? তবে কোনো সাধারণ মানুষ নয় টলিউডের অতি চেনা মুখ অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) নাকি কিং খানের জন্য এই ছবির ডায়লগ লিখেছেন। তবে অভিনয় ছেড়ে তিনি আবার এই কাজে কবে যুক্ত হলেন সেই কথাই ভেবে কুল পাচ্ছেন না কেউই। নিজের ইনস্টাগ্রামে ছবির প্রোমো ভিডিও আপলোড করে সেটা খোদ ‘ফাটাফাটি’ (Fatafati) নায়িকার খ্যাত নায়িকা ঋতাভরী লিখেছেন।

Ritabhari Chakraborty- Jawan

সংলাপ লেখার অফার এল কীভাবে? কীভাবেই বা এই ঘটনাটি ঘটল? ঘটনাটি বেশ মজার তা ঋতাভরীর কথাতেই স্পষ্ট। আসলে জওয়ান ছবিটির সংলাপ লিখেছেন সুমির আরোরা (Sumeer Arora)। সকলেই তাঁকে চেনেন, বলিউডের এক নম্বর সংলাপ লেখক। আর তাঁরই বন্ধু হলেন ঋতাভরী। তাঁরা একে অন্যকে বহুদিন ধরেই চেনেন। সেভাবেই আর কী এই ঘটনা ঘটেছিল। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, অগাস্ট মাসের শেষের আমি আর সুমিত বোম্বেতে একসাথে ছিলাম। সেইসময়ই আমার সামনে শাহরুখ (Shahrukh Khan) ফোন করে সুমিতকে। বলে জওয়ানের জন্য ডায়লগ লিখতে হবে। হাতে ওঁর অনেক কাজ তবুও সে কিং খানকে বারণ করতে পারেনি।

Ritabhari Chakraborty-Jawan

আর এর পরেই ঋতাভরী বলেন, “তখন আমিই ওকে সাহায্য করি এই লাইনগুলো লিখতে। এই ডায়লগগুলি শাহরুখ খানের ভীষণ পছন্দ হয়ে যায়। সুমিত পুরো ক্রেডিট নিতে চাইলেও আমি নিতে দিইনি। তখন আমিও শাহরুখের সঙ্গে কথা বলি। উনি জানান ওঁর আমার নামটা ভীষণ পছন্দ হয়েছে”। প্রমো শেয়ার করেও অনেক কিছু লেখেন ঋতাভরী। শাহরুখের তাঁর নাম পছন্দ হয়েছে সেই কথাও উল্লেখ করেছেন। তাহলে এই ছবির হাত ধরেই এক নতুন পথে হাঁটা শুরু করলো ঋতাভরী, পরবর্তী সময়ে আর কি লেখেন তিনি এখন সেটাই দেখার।