Rituparna Sengupta : নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

অভিনেত্রীর আপলোড করা ছবিটিতে তাকে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি দুধ সাদা রঙের তাঁতের শাড়ি ও সাথে গোল্ডেন স্লিভলেস ব্লাউজ।

Rituparna Sengupta : একসময় গোটা টলিউড জুড়ে কেবলমাত্র রাজত্ব ছিল তার। টলিপাড়ার এমন কোনো অভিনেতা নেই যার সাথে জুটি বেঁধে অভিনয় করেনি এই অভিনেত্রী। প্রায় তিন দশক ধরে ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে আসছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) থেকে শুরু করে যীশু সেনগুপ্ত (Jishu Sengupta), তাপস পাল (Tapash Paul) ও ফিরদৌস (Firdous) সহ একাধিক তারকার সাথে প্রেক্ষাগৃহের অন্দরে একপ্রকার সেন্সেশন তৈরি করতেন তিনি। এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন কার সম্বন্ধে বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন তিনি আর কেউ নন তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)

Rituparna Sengupta Photo :

Rituparna Sengupta

তবে সময়ের সাথে সাথে অল্প অল্প করে অভিনয় জগত থেকে সরে এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। কিন্তু তাতে কি, ইন্ডাস্ট্রিতে তো অভিনেত্রীর দাপট রয়েছে ঠিক আগের মতোই। এখনও সৌন্দর্যের দিক থেকে তিনি মাত দিতে পারবেন বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হলেও গ্ল্যমারের দিক থেকে তাঁকে টেক্কা দেওয়ার সাহস কার। যার কারণে বর্তমান প্রজন্মের দর্শকদেরও হার্টথ্রব তিনি। তাকে সিনেমায় খুব একটা দেখা না গেলেও নিজের ভক্তদের সাথে সর্বদাই তিনি জড়িয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Rituparna Sengupta Photo:

Rituparna Sengupta

অভিনয়ের মঞ্চে সেভাবে সক্রিয় না হলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ তিনি। যেখানে তিনি মাঝে মাঝেই নানারকম লুকে হাজির হন। কখনো ট্র্যাডিশনাল তো আবার কখনো ওয়েস্টার্ন লুকে সমস্ত নেটিজেনদের নজর কাড়েন তিনি। সম্প্রতি সেরকমই একটি ট্র্যাডিশনাল লুকে নিজের অনুগামীদের মাঝে ধরা দিলেন তিনি। তবে এবারে রং বেরঙের নয় বরং বেরঙিন হিসেবে সকলের নজর কাড়লেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর আপলোড করা ছবিটিতে তাকে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি দুধ সাদা রঙের তাঁতের শাড়ি ও সাথে গোল্ডেন স্লিভলেস ব্লাউজ। পরিপাটি করে বাধা চুল ও কিছু হালকা গয়নায় লাস্যময়ী লাগছে তার রূপ।

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটিকে শেয়ার করে সেটার ক্যাপশনে কিছু লেখার পরিবর্তে কেবলমাত্র দিয়েছেন সাদা লাভ ইমোজি। আর স্বাভাবিকভাবেই নিজেদের প্রিয় অভিনেত্রীর এধরনের ট্র্যাডিশনাল লুক মন জয় করেছে সকলের। ফলে অভিনেত্রীর ছবির কমেন্ট বক্সে ধেয়ে এসেছে বিভিন্ন প্রশংসিত মন্তব্য‌। এছাড়াও ছবিটিকে পছন্দ করতে দেখা গিয়েছে কয়েক হাজার মানুষকে।

আরও পড়ুন : নিয়মিত শারীরিক মিলন করলে যা ঘটে তা প্রকাশ্য জানালেন উর্ফি জাভেদ