Roshni Bhattacharyya: শার্টের বোতাম খুলে লাস্যময়ী রূপে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ‘করুণাময়ী রাণী রাসমণি’-র জগদম্বা, ভাইরাল ছবি
হিন্দি জি ফাইভ অরিজিনালে ‘আন্ডারকভার’ নামের একটি ছবি আসছে। এই ছবিতেই নাকি একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করতে চলেছেন রোশনি।

Roshni Bhattacharyya: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)। গত ২৭ সে অগাস্ট ২৯ বছরে পা দিয়েছেন রোশনি। স্টার জলসার গোধূলি আলাপের ‘রোহিণী’ চরিত্রটি নেতিবাচক হলেও তাঁর অভিনয় যেন দাগ কেটে রেখে গেছে সকলের মনে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক এক্টিভ থাকেন তিনি। হট থেকে বোল্ড সবরকমের ফটোতেই তাঁকে দেখা যায় অভিনয় করতে। সপ্তাহান্তে রোশনি আবারও ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর নতুন আরও কয়েকটি ছবি। তবে এই ছবিগুলি রঙিন নয়, সাদা-কালো।
ছবিগুলিতে রোশনির পরনে ছিল সাদা রঙের সুতির শার্ট। শার্টটি থ্রি-কোয়ার্টার করে পরেছেন রোশনি। বুকের কাছের বোতাম খোলা থাকার জন্য উন্মুক্ত রয়েছে রোশনির ক্লিভেজ। নিম্নাংশে কিছুই পরেননি তিনি। রয়েছে শুধু অন্তর্বাস। দুই চোখের কোল ভরা রয়েছে কালো কাজলে। ঠোঁট রেঙেছে উজ্জ্বল লিপস্টিকে তবে সাদা কালোর জেরে সেই রং বুঝতে ওপার সকলে। একটি ছবিতে উন্মুক্ত রয়েছে রোশনির মসৃণ পা। আরেকটি ছবিতে উচ্ছ্বসিত অভিনেত্রীর মুখে উজ্জ্বল হাসি।
ছবিগুলি ছাড়িয়েছে হাজার হাজার লাইক ও কমেন্ট। সকলেই মেতে উঠেছে তাঁর কমেন্ট বক্সে। কেউ লিখেছেন- ‘সেক্সি লুক’ তো কারোর মতে ‘জাস্ট আগুন লাগানো ফটো এগুলো’। রোশনি কিন্তু বিবাহিত। তাঁর স্বামী ব্যাঙ্কে কর্মরত। নিজের জন্মদিনের দিন সুইম সুটে ফটো দিয়ে সকলের হুঁশ উড়িয়েছিলেন তিনি। শুধু তাই নয় অভিনয়ে এবার হিন্দিতেও দেখা যাবে।
Roshni Bhattacharyya:
View this post on Instagram
হিন্দি জি ফাইভ অরিজিনালে ‘আন্ডারকভার’ নামের একটি ছবি আসছে। এই ছবিতেই নাকি একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে অভিনয় করতে চলেছেন রোশনি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘অতি উত্তম’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে মুক্তির অপেক্ষায় সেই ছবি। স্বামী তূর্যর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূ্র্তের ছবি পোস্ট করেন নায়িকা।