চিড়িয়াখানায় গাড়িতে খাঁচা ভর্তি মানুষদের দেখতে ভিড় জমালো একদল বাঘ, ভাইরাল ভিডিও

হঠাৎই এক পুকুর থেকে এক রয়্যাল বেঙ্গল টাইগারকে উঠে বাসের সামনে আসতে দেখা যায়।

সবাই মোটামুটি চিড়িয়াখানা শব্দের সঙ্গে পরিচিত। বাচ্চাদের আনন্দ পাওয়ার বিষয় একাধিক। তবে চিড়িয়াখানার নাম শুনলে বাচ্চাদের মুখে আলাদাই খুশির জোয়ার দেখা যায়। চিড়িয়াখানায় নানান ধরণের পশুপাখি দেখতে পাওয়া যায়। নানান ধরণের পশু-পাখি সংরক্ষণ করা হয় চিড়িয়াখানাগুলোতে। চিড়িয়াখানায় গেলে জঙ্গলের মাংসাশী জন্তু-জানোয়ারদেরও দেখতে পাওয়া যায়। এই তালিকায় থাকে বাঘও তথা রয়্যাল বেঙ্গল টাইগারও।

বাঘ মোটেই লোকালয়ে বাস করে না, থাকে জঙ্গলের মধ্যে। সবাই তো জঙ্গল সাফারি করার সুযোগ পান না। এই অবস্থায় চিড়িয়াখানায় বাঘ থাকার দৌলতে বহু মানুষ চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখার সুযোগ পান। চিড়িয়াখানায় বাঘেদেরকে উপস্থিত দর্শকদের সঙ্গে খোলা ছেড়ে দেওয়া হয় না। সাধারণত চিড়িয়াখানায় বাঘেদেরকে বন্দি রাখা হয় এবং সাধারণ মানুষকে খোলা ছেড়ে দেওয়া হয়। এটাই ভারতের বহু চিড়িয়াখানার সাধারণ দৃশ্য। তবে সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হল, যেটিতে সাধারণ মানুষদেরকে বন্দি থাকতে দেখা গেল এবং একাধিক বাঘদেরকে খোলামেলাভাবে ঘুরতে দেখা গেল।

ভাইরাল ভিডিওটিতে প্রথমে একটি জঙ্গল সাফারির একটি বাস দেখতে পাওয়া যায়। এই বাসটিকে ফাঁকা অবস্থায় নয়, বাসভর্তি যাত্রী নিয়েই জঙ্গলের বুক চিরে যেতে দেখা যায়। যাওয়ার সময় যাত্রীরা জিরাফ, জেব্রা সহ নানান ধরণের বন্যজন্তু দেখার সুযোগ পান। এই সফরের উপরি পাওয়া ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন। হঠাৎই এক পুকুর থেকে এক রয়্যাল বেঙ্গল টাইগারকে উঠে বাসের সামনে আসতে দেখা যায়। যাত্রীদের অনেকেই হয়তো ভেবে বসেন, বাঘটি এই বুঝি আক্রমণ করল। কিন্তু এরপরে বাঘটি যা করে, তা দেখে উপস্থিত যাত্রীরা হয়তো অবাক হয়ে যান।

বাঘটি রীতিমতো বিড়ালের মতো আচরণ করে। বেশিরভাগ বিড়াল যেমন মানুষের আদর পাওয়া জন্য অপেক্ষা করে থাকে, তেমনই বাঘটিকেও বাসের সামনে এসে প্রথমে রাস্তা পারাপার করতে দেখা যায় এবং পরে চুপচাপ মিটির মিটির চোখে নিষ্পাপ দৃষ্টিতে বাসের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ফেরদৌস: দ্য ট্র্যাভেল কিং’ (Ferdous: The Travel King) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওটি মূলত বাংলাদেশের। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৬৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ২২৫ হাজার অতিক্রম করে ফেলেছে।