Rubel-Sweta: শ্বেতার সাথে কবে বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? জানালেন অভিনেতা নিজেই

রিয়েল লাইফে তাঁর প্রেম কিন্তু জমে উঠেছে এক্কেবারে জমে উঠেছে। টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস।

Rubel-Sweta: একসাথে ভেঙেছিল দুই পা। তাই প্রায় এক মাস বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারেনি সৃজন ওরফে রুবেল। পর্ণাকে ছাড়াই দিন কাটাতে হচ্ছিলো সৃজনের। আপনারা সকলেই অভিনেতা রুবেল কে ভালো করেই চেনেন। অভিনেতা তকমা পাওয়ার আগে তিনি ছিলেন একজন ড্যান্সর। ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোতে প্রতিযোগী ছিলেন তিনি। সেখান থেকেই তারপরে অভিনয়ে পর্দার্পন। তবে রিয়েল লাইফে তাঁর প্রেম কিন্তু জমে উঠেছে এক্কেবারে জমে উঠেছে। টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও রুবেল দাস (Rubel Das)। যমুনা ঢাকি-তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মুগ্ধ করেছিল দর্শকদের।

Rubel-Sweta:

Rubel-Sweeta

অনুরাগী মনে এখন প্রশ্ন, কবে এক হবে চার হাত? প্রেমিকা অভিনেত্রী শ্বেতা চক্রবর্তীর সাথেও তার সম্পর্ক অসাধারণ। প্রতিটা সময়ে তাদেরকে একসাথে দেখা যায়। সৃজন আগের থেকে ভালো হয়েছে। এখন কয়েকদিন আগে ফিরেছেন সেটে। এরমধ্যে পরিবার ও শ্বেতাকে নিয়ে জওয়ান-ও দেখে এসেছেন। সম্প্রতি সিনে চক্কর-কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রুবেল।

Rubel-Sweeta:

Rubel-Sweeta

সেখানে তিনি জানান -‘অনেক কাছের মানুষকেও অনেকে এই কঠিন সময়ে পায় না। যেভাবে এই সময়টায় ও (শ্বেতা) আমার পাশে ছিল। এক মুহূর্ত আমার মনে হয়নি এটা আমার হয়েছে। মনে হত আমার সঙ্গে ওরও হয়েছে। যেভাবে প্রত্যেকটা সময় আমার খেয়াল রেখেছে। শ্যুটিংয়ের সময় বাড়িতেও এসেছে রোজ। যাতে আমি একা বোধ না করি। ডিপ্রেশনে না ভুগি। আমার পরিবার এই সময় যেভাবে আমার জন্য করেছে, ও ঠিক ততটাি করেছে’।

Rubel-Sweta:

তবে প্রেমিকার কথা সেখানেই শেষ নয়। বিয়ে করে করছেন সেই কথা জিজ্ঞেস করতেই বলেন ২০২৫ সালে হয়তো বিয়ে হবে। তবে সেভাবে কোনও তারিখ নির্দিষ্ট হয়নি এখনও। তবে খুব সম্প্রতি না হলেও, যত তাড়াতাড়ি সম্ভব দুই পরিবারের তরফ থেকেই বিয়ে করে নেওয়ার ইচ্ছে রয়েছে। তাই দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে বিভিন্ন প্ল্যানিং শুরুও হয়ে গেছে। চলতি সপ্তাহে ৮.২ নম্বর নিয়ে ‘নিম ফুলের মধু’ তৃতীয় স্থান দখল করেছে। সৃজন ফিরে আসতেই গল্পের রেশ সম্পূর্ণ বদলে যেতে দেখা গেছে।