ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের তালে দুর্দান্ত নাচ করে তাক লাগালেন একরত্তি খুদে, তুমুল ভাইরাল ভিডিও
এক ছোট্ট মেয়েকে 'কাঁচা বাদাম' খ্যাত বীরভূমের ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জনপ্রিয় গানে ডান্স করতে দেখা যায়।

বর্তমান প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম রিল বানানো যেন দৈনিক কার্যাবলীতে পরিণত হয়ে গেছে। খুব কম মানুষকেই দেখা যায়, যাঁরা ইনস্টাগ্রাম রিল তৈরি করেন না। আট থেকে আশি সবাই মেতে রয়েছেন ইন্সটা রিল বানানোয়। ইন্সটা রিল বানানো যেমন সহজ, তেমনই সেটি প্রচারও পেয়ে যায় খুব সহজে। পছন্দের গানে, পছন্দের থিমে আজকাল খুব সহজেই ইনস্টাগ্রামে রিল বানানো যায়।
ইনস্টাগ্রাম শুধুমাত্র সাধারণ মানুষই ব্যবহার করে না, তারকারাও অবসর সময়ে ইন্সটা রিল বানাচ্ছেন। এই ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যেমন তারকাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, তেমনই সাধারণ মানুষও খ্যাতির স্বাদ পাওয়ার সুযোগ পাচ্ছেন। ইনস্টাগ্রামে রিল তৈরি করার পদ্ধতিও খুব সহজ। আর তাই হয়তো শুধুমাত্র বড়োরাই নয়, ছোট ছোট বাচ্চারাও আজকাল ইনস্টাগ্রাম অ্যাপে ট্রেন্ডিং গানে রিল বানাতে পারছে।
সম্প্রতি এক খুদের ইন্সটা রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক ছোট্ট মেয়েকে ‘কাঁচা বাদাম’ খ্যাত বীরভূমের ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) জনপ্রিয় গানে ডান্স করতে দেখা যায়। খুদে কন্যাটির পরণে দেখা যায় সূর্যমুখী ফুলের প্রিন্টযুক্ত সাদা হট প্যান্ট ও হলুদ রঙের ক্রপ টপ। মাথায় হলুদ রঙের হেয়ার ব্যান্ড পরে গালভরা হাসি সহকারে খুদে কন্যাকে জমিয়ে ডান্স করতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সামাইরা’ (Samaira) নামক ইনস্টাগ্রাম আইডি থেকে। দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান খুদে কন্যার নাম সামাইরা থাপা (Samaira Thapa)। সামাইরার মিষ্টি এক্সপ্রেশন থেকে নজর ফেরাতে পারেননি নেটিজেনরা। ভিডিওটি নেটিজেনদের বেশ ভালো লেগেছে। আর সেই কারণেই হয়তো ভিডিওটি পুরোনো হওয়ার পরেও নতুন করে ভাইরাল হতে দেখা গেছে।