ভরা মঞ্চে ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরীর সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

সপ্নার লাইমলাইট কেড়ে নেয় এক ছোট্ট মেয়ে। গোলাপি রঙের স্কার্ট ও সাদা রঙের টপস পরিহিত অবস্থায় সপ্নার সঙ্গে পাল্লা দিয়ে তাঁকে নাচ করতে দেখা যায়।

বিনোদন জগতের এক পরিচিত মুখ সপ্না চৌধুরী। তিনি ‘শোক নৃত্য’ ও ‘গায়ন’-এর হাত ধরে কর্মজীবন শুরু করলেও আজ তাঁকে পুরো দেশের মানুষ চেনেন। পিতার মৃত্যু হলে পুরো পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। এই অবস্থায় পরিবারকে সামলাতে তিনি নৃত্যশিল্পকে নিজের পেশা হিসেবে বেছে নেন ও বিনোদনের জগতে খ্যাতি অর্জন করেন।

আক্ষরিক অর্থে তাঁর কর্মজীবনের সূত্রপাত ঘটেছিল এক স্থানীয় অর্কেস্ট্রা দলের হাত ধরে। এরপরে স্বপ্না স্টেজ ডান্সের অংশ হতে শুরু করেন। স্টেজ ডান্সার হিসাবে তাঁর জনপ্রিয়তা একটা সময় এমন বেড়ে যায় যে, মিউজিক কোম্পানিরা তাঁকে কাজের প্রস্তাব দিতে শুরু করেন। এক মিউজিক সংস্থার হাত ধরে মুক্তি পায় তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘সলিড বডি রে’। এই ভিডিওটি তাঁকে পুরো দেশে জনপ্রিয় হওয়ার সুযোগ তৈরি করে দেয়।

বর্তমানে সপ্না চৌধুরীর যে কোনো ভিডিওই (Sapna Chaudhary Viral Video) সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দেয়। সম্প্রতি যেন এমনটাই হল। তাঁর ডান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরেই তা চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল। ভিডিওটিতে তাঁকে সোনালি রঙের কামিজ ও লাল রঙের পাটিয়ালা সালোয়ার পরে ‘ম্যায় ইংলিশ মিডিয়াম’ গানে নাচ করতে দেখা যায়। তবে এই ভিডিওতে সপ্নার লাইমলাইট কেড়ে নেয় এক ছোট্ট মেয়ে। গোলাপি রঙের স্কার্ট ও সাদা রঙের টপস পরিহিত অবস্থায় সপ্নার সঙ্গে পাল্লা দিয়ে তাঁকে নাচ করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ত্রিমুর্তি ক্যাসেটস’ (Trimurti Cassettes) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এর ভিউয়ার্সের সংখ্যা ১৯৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৫৩৭ হাজার অতিক্রম করে গেছে।