Sapna Choudhury: প্রকাশ্য মঞ্চে ‘বোল তেরে মিঠে মিঠে’ গানে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, ভিডিও ভাইরাল
হরিয়ানভি বিখ্যাত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) সবাই চেনেন। তাঁর ঠুমকা কার্যত শত শত পুরুষের মন গলায়।

Sapna Choudhury: হরিয়ানভি বিখ্যাত নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) সবাই চেনেন। তাঁর ঠুমকা কার্যত শত শত পুরুষের মন গলায়। ঠিক সেই কারণেই সবার সামনে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী। সময় যত বদলাচ্ছে স্বপ্নার সৌন্দর্যের ও নাচের দিওয়ানা হয়ে উঠেছেন সকলে। স্বপ্নার নাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। আর সেই কারণেই আবারো তাঁর দুর্দান্ত একটি নাচ ইন্টারনেট কাঁপাচ্ছে। ইউটিউবের পর্দা থেকে এই নাচ হয়ে উঠেছে চরম ভাইরাল।
গানের নাম ‘বোল তেরে মিঠে মিঠে’। গায়ক আন্নু কাঁদিয়ানের বিখ্যাত এই গান শোনেননি এমন কেউ নেই। গানের বিট কানে আসলেই যেন নাচতে ইচ্ছা করে। এবার সেই গানে খোলা স্টেজের মধ্যে ব্যাপক নেচেছেন স্বপ্না। পরনে তার কমলা রঙের পাতলা সালোয়ার সেট। স্বপ্না কোনোদিনই অত্যাধিক মেকআপ করেননা। এই ভিডিওতেও সেটাই বজায় রেখেছেন তিনি। শুরুতেই শরীরী হিল্লোল তোলা নাচ দিয়ে কাবু করলেন সকলকে।
স্টেজের সামনে প্রচুর মানুষ তাঁর নাচ দেখার জন্য প্রস্তুত। কিছু মানুষ তো আবার নাচের মধ্যেই স্বপ্নার উপরে এসে টাকা ছড়িয়ের দিতেও দেখা গেল। পাতলা কোমরের ঠুমকায় যেন রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। সাথেই খোলা চুল, মেকআপ, লিপস্টিক ও শরীরের চাহুনিতে নাচের মাধ্যমে মন কেড়ে নিয়েছে স্বপ্না। চার মাস আগে আগে ‘Sonotek Ragni’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
Sapna Choudhury Viral Video:
এখনও পর্যন্ত ২.৬ লক্ষ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে স্বপ্নার উদ্দেশ্যে। তবে অনেকেই স্বপ্নাকে এই ধরণের নাচের জন্য কুরুচিকর মন্তব্য পাঠিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি স্বপ্না চৌধুরী বর্তমানে আর এই ধরণের নাচ করেন না। বিবাহিত জীবনে তিনি চুটিয়ে সংসার করছেন। এখন পুরোপুরি অভিনয়ের সাথেই যুক্ত তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্টটে এক সে এক হট ও ঘাম ঝরানো ফটো কিংবা ভিডিও পোস্ট করে থাকেন।