প্রকাশ্য মঞ্চে সবুজ সালোয়ার কামিজে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, দেখে আনন্দে আত্মহারা দর্শকরা (VIDEO)

‘ছোরি বিন্দাস’ (Chhori Bindass) গান এবং এই গানেতেই এনার্জেটিক নাচ পরিবেশন করতে দেখা যায় সপ্নাকে।

হটবম্ব সপ্না চৌধুরীকে প্রায় সবাই চেনেন। পেপি গানের নাম উঠলেই সবচেয়ে প্রথমে সপ্না চৌধুরীর নাম মাথায় আসে। তিনি মূলত ডান্সার হিসাবে পরিচিত। আঞ্চলিক ভাষায় বিভিন্ন অ্যালবামে ডান্স করা ছাড়াও বলিউডের একাধিক সিনেমায় তিনি নাচ করেছেন। এর মধ্যে ‘নানু কি জানু’, ‘বীরে দি ওয়েডিং’ ও ‘ভাঙ ওভার’-এর মতো একাধিক সিনেমার আইটেম গানে ডান্স করেছেন সপ্না।

সপ্না চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন ১৯৯৫ সালে। তিনি মূলত মহিপালপুরে জন্মেছিলেন। পূর্বে সপ্নার বাবা ভূপেন্দ্র অত্রির পুরাতন বাড়ি ছিল উত্তরপ্রদেশের আলীগড় জেলার শিওরাল গ্রামে। পরবর্তীকালে তাঁরা স্বপরিবারে মহিপালপুরে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালে স্বপ্না তাঁর পিতাকে হারান। সেই সময়ের সপ্নার বয়স ছিল মাত্র ১৪ বছর। সেই কিশোর বয়সেই পুরো পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ‘শোক নৃত্য’ ও ‘গায়ন’-এর হাত ধরে তিনি নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে বিভিন্ন সিনেমায় আইটেম গানে ডান্স করতে শুরু করেন।

সম্প্রতি সপ্না চৌধুরীর একটি ভিডিও ভাইরাল (Sapna Chaudhary Viral Video) হয়েছে। ভিডিওটিতে সপ্না চৌধুরীকে মঞ্চের উপরে এক জনপ্রিয় গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় হরিয়ানভি গায়ক আকাশ (Aakash) এবং অনু কাদ্যানের (Annu Kadyan) ‘ছোরি বিন্দাস’ (Chhori Bindass) গান এবং এই গানেতেই এনার্জেটিক নাচ পরিবেশন করতে দেখা যায় সপ্নাকে। সপ্নার পরণে ছিল সবুজ রঙের এক সালোয়ার কামিজ ও ম্যাচিং ওড়না। চুল পরিপাটি করে বাঁধা ছিল ও ঠোঁটে ছিল হালকা লিপস্টিক। সবমিলিয়ে খুবই সুন্দর দেখতে লাগছিল সপ্না চৌধুরীকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে সোনোটেক পাঞ্জাবি’ (Sonotek Punjabi) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। দর্শকরা এই ভিডিওটিকে বেশ পছন্দ করেছেন। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৩০ হাজার অতিক্রম করে ফেলেছে।