গ্ৰাহকদেল জন্য SBI নিয়ে এল দারুণ স্কিম, অল্প সময়ই টাকা হবে ডবল! জানুন কিভাবে

স্কিমটির নাম হল সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট (Senior Citizen Fixed Deposit)। এই স্কিমের অধীনে সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় বেশি অর্থ পান আমানতকারীরা।

প্রবীণ নাগরিকরা বিনিয়োগের জন্য নানান রকমের স্কিম খুঁজে থাকেন। এক্ষেত্রে লাভজনক স্কিম খোঁজাটাই উদ্দেশ্য। জানিয়ে রাখি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank Of India) প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ স্কিম রয়েছে। এই স্কিমের অধীনে অল্প সময়েই টাকা দ্বিগুণ করতে পারা যাবে। নিম্নে সেই স্কিম সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

স্কিমটির নাম হল সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট (Senior Citizen Fixed Deposit)। এই স্কিমের অধীনে সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় বেশি অর্থ পান আমানতকারীরা।

স্কিম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
১. যে সমস্ত প্রবীণ নাগরিকরা এই স্কিমে ৭-১০ বছর মেয়াদের অধীনে টাকা বিনিয়োগ করেন, তাঁরা সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় ০.৫০% অতিরিক্ত সুদ পাবেন।
৩. যে সমস্ত প্রবীণ বিনিয়োগকারীরা এই স্কিমে ৫-১০ বছর মেয়াদের অধীনে টাকা বিনিয়োগ করেন, তাঁরা সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় ১% অতিরিক্ত সুদ পাবেন।
৫. স্থায়ী আমানতে যেখানে সাধারণ বিনিয়োগকারীরা ৬.৫% হারে সুদ পান। সেখানে এই স্কিমের অধীনে প্রবীণ বিনিয়োগকারীরা ৭.৫% হারে সুদ পান।
৬. প্রবীণ আমানতকারীরা অতিরিক্ত সুদ পান মুলত এসবিআই (SBI)-এর ‘উই-কেয়ার ডিপোজিট স্কিম’ (We Care Deposit Scheme)-এর জন্য।

স্কিমের হিসাব:
১. আমানতকারীরা ৭.৫% সুদের হারে সুদ পান।
২. স্কিমের মেয়াদ ১০ বছর।
৩. ধরা যাক, কোনো ব্যক্তি দশ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। দশ বছর পরে উক্ত বিনিয়োগকারী সুদাসলে মোট ২১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা পাবেন।
৪. এক্ষেত্রে সুদের পরিমাণ দাঁড়াবে ১১ লক্ষ ২ হাজার ৩৪৯ টাকা।