SGB Gold Bond: মোদী সরকারের দুর্দান্ত স্কিম! মাত্র 5 বছরেই ডবল হবে টাকা, জানুন বিস্তারিত

একটি দুর্দান্ত স্কিম হল সার্বভৌম গোল্ড বন্ড স্কিম। এই স্কীমের অধীনে দেশের সাধারণ মানুষ সস্তায় সোনা কেনার সুযোগ পান।

জনগণের কল্যাণের জন্য মোদী সরকারের তরফে নানান রকমের স্কিম লঞ্চ করা হয়ে থাকে। এইরকমই একটি দুর্দান্ত স্কিম হল সার্বভৌম গোল্ড বন্ড স্কিম। এই স্কীমের অধীনে দেশের সাধারণ মানুষ সস্তায় সোনা কেনার সুযোগ পান। এই স্কিমের অধীনে বিনিয়োগ করা টাকার পরিমাণ মাত্র ৫ বছরে দ্বিগুণ হতে দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই স্কিমটি ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল।

গোল্ড স্কিমের মূল্যবৃদ্ধি:
১. এই স্কিমের মেয়াদ এমনিতে ৮ বছর। তবে ৫ বছরের মাথাতে এই স্কিম প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয়েছে।
২. ২০১৭-১৮ সালে গোল্ড বন্ডের মূল্য ছিল ২৯০১ টাকা।
৩. চলতি বছরে দাঁড়িয়ে গোল্ড বন্ডের দাম ৬১১৫ টাকা হয়ে গেছে।
৪. অর্থাৎ বর্তমানে বিনিয়োগকারীদের অর্থের পরিমাণ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে গেছে।

রিটার্নের পরিমাণের হিসাব:
১. পাঁচ বছরের মাথায় বিপুল পরিমাণে রিটার্ন পাওয়া যাবে। রিটার্নের পরিমাণ ১১০ শতাংশ হতে পারে।
২. বিনিয়োগকারীরা এই স্কিমে বিনিয়োগ করে শেষপর্যন্ত বেশ খুশি হন। এই স্কিম থেকে এখনও পর্যন্ত খুব কম বিনিয়োগকারীই টাকা তুলেছেন।
৩. কেন্দ্রীয় সরকারের অধীনে এখনও পর্যন্ত ৬১টি গোল্ড বন্ড ইস্যু হয়েছে বলে খবর।
৪. এটি সরকারি স্কিম হওয়ার কারণে এতে বিনিয়োগকারীরা লোকসানের সম্ভাবনা কম বলেই মনে করেন।
৫. এই বন্ড ইস্যু করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) তথা আরবিআই (RBI)-এর তরফে।

বিনিয়োগের পরিমাণ:
১. এই স্কিমের অধীনে একজন বিনিয়োগকারীকে সর্বোচ্চ ৪ কেজি সোনা কেনায় ছাড় দেওয়া হয়েছে।
২. হিন্দু অবিভক্ত পরিবার ও ট্রাস্ট সর্বোচ্চ ২০ কেজি সোনা এই স্কিমের অধীনে কিনতে পারেন।
৩. প্রত্যেক ৬ মাস অন্তর প্রাপ্য সুদ বিনিয়োগকারীর অ্যাকাউন্টে পৌঁছে যায়।
৪. এই স্কিমের অধীনে প্রাথমিক বিনিয়োগের উপরে বার্ষিক ২.৫০% হারে সুদ দেওয়া হয়।
৫. এই গোল্ড বন্ড স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মনোনীত পোস্ট অফিসের কাছ থেকে কেনা যেতে পারে।