হুবহু মানুষের মতোই কথা বলে তাক লাগাল শালিক পাখি! ভিডিও দেখে তোলপাড় গোটা নেটদুনিয়া
একটি খাঁচার মধ্যে বসে বাইরে থেকে সে সমস্ত কথা শুনছে ও নিজেও কথা বলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শালিক পাখিটি একটি পোষ্য পাখি।

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্নরকম অদ্ভুত ঘটনার সমাহার। এখানে প্রতিনিয়তই আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের ভিডিও। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন মানুষের পাশাপাশি বিভিন্ন পশুপাখিদের ভিডিওতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যা একশ্রেণীর মানুষের কাছে প্রধান আকর্ষণের একটি বিষয়। সোশ্যাল মিডিয়ার পর্দায় বিভিন্ন টপিকের ভিডিও ছড়িয়ে ছড়িয়ে থাকলেও একশ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নজর কাড়ে বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলো। এমনকি বহু মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই প্রথমে এই ভিডিওগুলো সবার প্রথমে খোঁজেন।
সোশ্যাল মিডিয়ার পর্দায় এর আগে বিভিন্ন ধরনের পশুপাখিদের ভিডিও ভাইরাল হতে দেখা দিয়েছে। যার মধ্যে মানুষের বিশেষ করে নজর কেড়েছে বিভিন্ন পাখিদের কথা বলার ভিডিও। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল নজর কাড়লো প্রতিটি নেট নাগরিকের। সাধারণত টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিরা হুবহু মানুষের ন্যায় কথা বলতে পারে বলে আমরা জানি। আর এ ধরনের বহু ভিডিও এর আগে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে একাধিক পাখিকে কথা বলে মানুষের মন জয় করতে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি দেখে রীতিমতো অবাক প্রতিটি মানুষ।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি খুদে শালিক পাখি অবিকল মানুষের মতো কথা বলছে। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র কথা নয় বরং শালিক পাখিটিকে মাইক্রোফোন নিয়ে গান গাইতেও দেখা যাচ্ছে ভিডিওটিতে। সাধারণত শালিক পাখিদের কথা বলাটা সচরাচর দেখা যায় না। যার কারণে এই ভিডিওটি আপলোড হতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পরেছে গোটা নেট নিয়ে জুড়ে।
ভিডিওটিতে পাখিটিকে দেখা যাচ্ছে, একটি খাঁচার মধ্যে বসে বাইরে থেকে সে সমস্ত কথা শুনছে ও নিজেও কথা বলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শালিক পাখিটি একটি পোষ্য পাখি। এমনকি পাখিটিকে যেভাবেই ডাকা হোক না কেন সে তৎক্ষণাৎ সেগুলোর জবাব দিয়ে দিচ্ছে। এমনকি ভিডিওটিতে পাখিটিকে শীষ দিতেও দেখা গিয়েছে বহুবার। প্রায় বছর দুয়েক আগে ‘ভিলেজ বয় আমির’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হলে তা বর্তমানে রাজত্ব করছে গোটা নেট দুনিয়া জুড়ে। ভিডিওটিকে লাইক করার পাশাপাশি অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছেন ভিডিওটিতে।