গণপতি উৎসবে দুর্দান্ত নাচ শিল্পা ও বোন শমিতার, ভিডিও সামনে আসতেই ব্যাপক ভাইরাল
মাথায় টিকলি, নাকে নথ পরেছেন শিল্পা। তার নাচ শুরুতেই সবার আকর্ষণ টেনে নিয়েছেন। শুধু তিনি একাই নন। পাশের থেকেই তার বোন শামিতা আসেন নাচার জন্য।

চলতি সপ্তাহের শুরু থেকেই গণেশ পুজোয় মেতেছে গোটা মায়ানগরী। বলিউডের তারকাদের ঘরে ঘরে আবাহন গণপতি বাপ্পার। সিদ্ধিলাভের আশায় গণেশের আরাধনায় মন সকলের। শুধু ভক্তিভরে পুজোই নয়, সবাই মিলে এমন একটি উৎসব উদ্যাপনের সুযোগও ছাড়তে নারাজ বলিউডের তারকারা। সেই পুজোয় মেতেছিলেন বলিউডের বিখ্যাত নায়িকা শিল্পা শেট্টি ও তার স্বামী। যদিও সম্পূর্ণ পুজোয় সবসময় মুখে মাস্ক দিয়ে ঢেকে রেখেছিলেন তিনি। তা নিয়ে কম জল ঘোলা হচ্ছে না।
তবে সেসবের পরেও শিল্পা ও তার বোন শমিতার নাচ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির থেকে গণেশ বের করে নিয়ে আসছেন শিল্পা ও রাজ কুঁন্দ্রা। সাথেই আছেন বোন শামিতা শেট্টি। লোকজনের ভিড় যেন আছড়ে পড়েছে। ধীরে ধীরে নাচের মুডে আসকেন শিল্পা। ব্যাস আর কি সুন্দরী নায়িকা শুরু করলেন ‘গণপতি’ স্পেশাল নাচ। যেমন সুন্দর তার সাজ ঠিক তেমনই সুন্দর করে সেজেছিলেন তিনি। বেবি পিঙ্ক রঙের ডটেট শাড়ি পরেছিলেন তিনি।
শুধু তাই নয় হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি, নাকে নথ পরেছেন শিল্পা। তার নাচ শুরুতেই সবার আকর্ষণ টেনে নিয়েছেন। শুধু তিনি একাই নন। পাশের থেকেই তার বোন শামিতা আসেন নাচার জন্য। বোন দিদির যুগলবন্দী হয়ে উঠেছে খুবই ভালো তার পরনে লাল বুটিক লং কুর্তি ও প্লাজো প্যান্ট। একদম সহজ ও সুন্দর লাগছিলো তাঁকে। এই মুহূর্তে এই ভিডিও গুলি খুবই ভাইরাল হয়ে উঠেছে।
আগামী ২২ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে শিল্পা শেট্টির (Shilpa Shetty) নতুন সিনেমা ‘সুখী'(Sukhee)। নতুন প্রজেক্ট জন্য বহু বছরের অপেক্ষায় ছিলেন শিল্পা। সম্প্রতি সেই অপেক্ষা শেষ হয়েছে। জমিয়ে প্রচার করেছেন সিনেমার। ‘হাঙ্গামা ২’ ও ‘নিকম্মা’ -র চুড়ান্ত ব্যর্থতার পর বলিউডে নিজের জায়গা ফিরে পেতে মরিয়া ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। এবার তবে ছবির প্রচারে গিয়ে ভাইরাল হবার সাথে সাথেই ব্যাপক ট্রোল হয়েছেন শিল্পা।