শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলেই এল শিমুল, গল্পে আসছে জমজমাট ট্যুইস্ট
এই সপ্তাহের TRP লিস্টে পাঁচ নম্বরে উঠে এসেছে কার কাছে কই মনের কথা। মানালি দে-র এই মেগা কার্যত দর্শক মনে ব্যাপক জায়গা করে নিয়েছে।

ধীরে ধীরে যেন বদলে যেতে দেখা যাচ্ছিলো শিমুল আর তার শাশুড়ির সম্পর্ক। বিয়ের দিন থেকে দুজনের মধ্যে যে আদা-কাঁচকলা সম্পর্ক গড়ে উঠছিলো তা কিছুটা হলেও হালকা হচ্ছিলো। কিন্তু না শেষমেশ শিমুলকে তাঁর শশুরবাড়ি ছাড়তে হলো। জমজমাট এপিসোডে মজে আছে ‘কার কাছে কই মনের কথা’। নির্মাতারা কার্যত প্রতিদিনের এপিসোডে নিয়ে আসছে নতুন টুইস্ট।
শিমুল শ্বশুরবাড়ি অবশেষে ছেড়েই দিল। সে আর এই সর্বক্ষনের লড়াই চালিয়ে যেতে পারছে না। পাড়ার অনুষ্ঠানে নাচ করেছিল শিমুল। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। সবার সামনেই তাঁর শাশুড়ি শিমুলকে চড় মারে নাচ করার জন্য। তারপরে বাড়ি এসে তো চলতেই থাকে মানসিক অত্যাচার। তার শাশুড়ি তার চরিত্রের দিকে আঙুল তুলেছে। তার কাকি শাশুড়ি আর দুই ননদ শুধুই শিমুলের শশুরবাড়ি ত্যাগ করার সময় কেঁদে ভাসিয়েছে।
শিমুল অন্য কোথাও নয় তার মায়ের কাছেই যায়। কিন্তু ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখে না তার বড়দা আর বড় বৌদি। বড়ো ব্যাগ নিয়ে এসেছে দেখেসবাই খুব চিন্তায় পড়ে যায়। তবে শিমুল জানিয়েই দিয়েছে সে শশুরবাড়ি ছেড়ে এসেছে পুরোপুরিভাবে। তবে দাদা বৌদি ব্যাপক ঝামেলা শুরু করেছে। কিছুতেই সেখানে থাকতে দেবে না। তবে শিমুল তাঁর দাদা ও বৌদির সাথে লড়তে থাকে। শেষে যদিও তাঁর মা বলে শিমুল এই বাড়িতেই থাকবে।
এই সপ্তাহের TRP লিস্টে পাঁচ নম্বরে উঠে এসেছে কার কাছে কই মনের কথা। মানালি দে-র এই মেগা কার্যত দর্শক মনে ব্যাপক জায়গা করে নিয়েছে। আগামী সপ্তাহে গল্পের জন্য যে বেশ উপরে ওঠার একটা সুযোগ আছে তা বুঝতে পারছেন দর্শক। কিন্তু শিমুলের কি পরিণতি হবে তা দেখার জন্য প্রতিদিন সন্ধে ৬:৩০ মিনিট থেকে দেখতে থাকুন।