Shruti Das: খালি গলায় নীলের সঙ্গে তাল মিলিয়ে বাংলা গান গাইলেন ‘রাঙা বউ’ শ্রুতি দাস, ভাইরাল ভিডিও

শ্রুতি দাস (Shruti Das) নিজের মধুর কণ্ঠে গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তাঁর এই মিষ্টি প্রতিভা দেখে সবাই অবাক।

Shruti Das: দিন কয়েক আগেই ‘রাঙা বউ‘ শ্রুতি দাস (Shruti Das) নিজের মধুর কণ্ঠে গান গেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। তাঁর এই মিষ্টি প্রতিভা দেখে সবাই অবাক। তবে এবার নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাস ও নীল চ্যাটার্জীর (Neel Chatterjee) গাওয়া গানের দৃশ্য। হ্যাঁ এবারে শ্রুতি একা নয় বরং এই জুটির গাওয়া গান ভাইরাল (Viral) হয়ে উঠেছে। কিছু বছর আগের একটি ভিডিও সামনে এসেছে ইউটিউবের মধ্যে দিয়ে। অভিনেত্রীর সুরেলা কন্ঠের সেই গান মুগ্ধ করেছে হাজার হাজার নেট বাসিন্দাদের।

Shruti Das

অভিনেত্রীর সাথেই ‘বাতাসে গুন গুন‘ গানে গলা মেলাচ্ছেন অভিনেতা নীল চ্যাটার্জী। প্রথমে শুরু করলো শ্রুতি। তারপরেই পাশ থেকে গানের গলা ভেসে আসে নীলের। নায়িকার মধুর কণ্ঠের সাথেই নীলের গলা মিলে মিশে দারুণ সুন্দর একটা যুগলবন্দী শুরু হয়েছে। এই ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। সব মিলিয়ে অভিনেত্রীর কন্ঠে এই ভিডিও এখন ভাইরাল নেট জগতে।

এখানে দেখুন:  প্রকাশ্য মঞ্চে লতা মঙ্গেশকরের গান গেয়ে তাক লাগালেন ‘দীপা’, ভাইরাল ভিডিও

Shruti das

‘দিব্যেন্দু মন্ডল’ নামের এক জৈনক ব্যক্তির ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। প্রতিবেদন রচনা পর্যন্ত জানা যাচ্ছে ৩৩,৮৭৬ জন দর্শক দেখেছেন এই ভিডিও। সাথে লাইক ও কমেন্টের বিষয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কেউ লিখেছেন -‘এই ট্যালেন্টটা সত্যি অসাধারণ’। তো কারোর বক্তব্য -‘সত্যি তোমার মধ্যে প্রতিভা আছে’।

Shruti Das Viral Video:

গত ৯ জুলাই শ্রুতি দাস ও পরিচালক স্বর্নেন্দু সমাদ্দার বিয়ে করেছেন। তাঁর থেকে ১৪ বছরের বড় স্বর্নেন্দুর সাথে প্রেম ও বিয়ে সহজ ছিল না। চার বছর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সেটে দুজনের দেখা হয়েছিল। আর সেখান থেকেই দুজনের প্রেম ও বিয়ে। বর্তমানে ‘রাঙা বউ’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শ্রুতি দাসকে।