বাবার যোগ্য উত্তরসূরী, অসাধারণ গান গেয়ে মঞ্চ মাতালেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

নচিকেতাকে তাঁর মেয়ের সঙ্গে এই মঞ্চে গান গাইতে দেখা গেল। নচিকেতার মেয়ের নাম ধানসিঁড়ি চক্রবর্তী (Dhansiri Chakraborty)।

নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) বাংলার মাটির এক জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তাঁর কণ্ঠের মাধ্যমে সমাজের পটভূমি উঠে আসে, অঙ্কিত হয় বিপ্লবের প্রতিধ্বনি। অগ্নিস্রোত বয়ে আনে তাঁর কণ্ঠের মাধ্যমে প্রকাশ্যে আসা গান। এই ভারতীয় বাঙালি সঙ্গীতকার ও কণ্ঠশিল্পী আধুনিক বাংলায় জীবনমুখী গান গাওয়ার জন্য পরিচিত। নব্বই দশকের শুরুর দিকে তিনি জনপ্রিয়তা অর্জন করেন ‘এই বেশ ভালো আছি’ অ্যালবামের দৌলতে।

তিনি একাকীভাবে গেয়েছেন। আবার গেয়েছেন যৌথভাবেও। এছাড়াও তিনি সিনেমাতেও গান গেয়েছেন। সমস্ত ক্ষেত্রেই জনপ্রিয়তা দস্তক দিয়েছে তাঁর জীবনে। ১৯৯৮ সালে তিনি সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হিসাবে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় কাজ করেচিলেন। এছাড়াও তিনি অভিনয়ের প্রদর্শন করেন একাধিক সিনেমায়। এই তালিকায় রয়েছে ‘খেলাঘর’, ‘কাটাকুটি’, ‘কে যায়’, ‘এই বেশ ভালো আছি’ ও ‘কোয়াশা যখন’ সিনেমাসমূহ।

সম্প্রতি নচিকেতাকে তাঁর মেয়ের সঙ্গে এই মঞ্চে গান গাইতে দেখা গেল। নচিকেতার মেয়ের নাম ধানসিঁড়ি চক্রবর্তী (Dhansiri Chakraborty)। দুই বাবা-মেয়ে মিলে জমিয়ে দিলেন অনুষ্ঠানের মঞ্চ। এই দুইজনকে সম্প্রতি ‘টিভি 9 বাংলা’ নিউজ চ্যানেলের ‘ঘরের বায়োস্কোপ’ (Ghorer Bayoskop) অ্যাওয়ার্ড শোয়ে উপস্থিত থাকতে দেখা গেল।

কালো পোশাকের কম্বিনেশনে বাবা-মেয়েকে যুগলবন্দী করতে দেখা গেল সুরের ময়দানে। নচিকেতাকে কালো কুর্তার উপরে ধূসর রঙে স্লিভলেস কোট ও কন্যা ধানসিঁড়িকে পুরোই কালো রঙের পোশাক পরে অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায়। মেয়েকে হাতে মাইক নিয়ে একই মঞ্চে দেখে আবেগে ভেসে যান ‘বাবা’ নচিকেতা। ‘কন্যা’ ধানসিঁড়িও নিজের বাবাকে মঞ্চে গাইতে দেখে অবাক চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। গান গাওয়ার মাঝে নচিকেতা নিজের মেয়েকে কিছু উপদেশও দেন।