ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠছে বিরল প্রজাতির ‘ডোরাকাটা’ সাপ, ভাইরাল ভিডিও

একটি সাপ দেওয়ালের খাঁজ বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সাপটির রূপ ছিল বড়োই অদ্ভুত। কালো রঙের শরীরের উপরে নির্দিষ্ট দূরত্ব অন্তর হলুদ রঙের রিং রিং দাগ ভরে থাকতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় সাপের নানান রকমের ভিডিও ভাইরাল হয়। সাপের ভিডিওগুলো বেশীরভাগ সময়ই ভয়ানক প্রকৃতির হয়ে থাকে। সাপের ভিডিওগুলো সাধারণ মানুষের মনে ত্রাসের সঞ্চার করলেও বহু মানুষ এই ভিডিওগুলো দেখে রোমাঞ্চিত অনুভব করেন। ফলস্বরূপ, ভয়ানক হলেও সোশ্যাল মিডিয়া জুড়ে সাপের ভিডিওর রাজত্ব দেখা যায়। বহু মানুষ সাপের ভিডিও দেখা থেকে বিরত থাকলেও সোশ্যাল মিডিয়ায় সাপের ভিডিও বিপুল পরিমাণে দেখতে পাওয়া যায়।

সাপের ভিডিও মানেই যে আক্রমণাত্মক ভিডিও হবে তা নয়। কখনও ভিডিওগুলো সাপের ঘোরাফেরা, জীবনযাপনকে কেন্দ্র করেও হয়ে থাকে। ভিডিওগুলোতে সাপেদেরকে কখনও বুকের উপর ভর দিয়ে হেঁটে চলাফেরা করতে দেখা যায়, আবার কখনও মাটির স্তূপের উপরে শরীরে উপরের অংশ শূন্যে ঝুলিয়ে টানটান সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সম্প্রতি সাপের একটি ভিডিও (Snake Viral Video) ভাইরাল হতে দেখা গেল, যা দেখে নেটাগরিকদের চোখ কপালে ওঠার পরিস্থিতি তৈরি হল। ভিডিওটিতে দেখা যায় যে, একটি সাপ দেওয়ালের খাঁজ বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সাপটির রূপ ছিল বড়োই অদ্ভুত। কালো রঙের শরীরের উপরে নির্দিষ্ট দূরত্ব অন্তর হলুদ রঙের রিং রিং দাগ ভরে থাকতে দেখা যায়। দাবি করা হয়েছে সাপটি বেশ বিষাক্ত। এই বিষাক্ত সাপকেই ভিডিওটিতে ইটের দেওয়ালের খাঁজ বেয়ে বুকে হেঁটে দেওয়ালের উপরের দিকে যেতে দেখা যায়।

ঘটনাটি আরিজোনা (Arizona) শহরের ‘করোনাডো ন্যাশনাল মেমোরিয়াল পার্ক’ (Coronado National Memorial Park)-এর বলে দাবি করা হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’ (National Park Service) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। এই ভিডিওর ক্যাপশনেই সাপের নাম লেখা থাকতে দেখা যায়। ভিডিওটিতে দৃশ্যমান সাপের নাম হল ‘শোনোরান মাউন্টেন স্নেক’ (Sonoran Mountain Kinhsnake)। ভিডিওটি হাজারে হাজারে মানুষ পছন্দ করেছেন।