হঠাৎ থমকে গিয়েছে গাড়ি চলাচল, রাস্তা পেরোচ্ছে বিশালাকার পাইথন সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অন্ধকারে এক বিশালাকার সাপ রাস্তা পেরিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে খুব সহজেই মনোরঞ্জন করতে পারেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। হাতের কাছে প্রয়োজনীয় স্পিডযুক্ত নেট পরিষেবা ও আপডেটেড সফ্টওয়্যারযুক্ত প্রযুক্তি থাকলেই নিজের পছন্দ মতো স্থানে থেকে মনোরঞ্জন করা হয়। স্মার্টফোন হোক বা ট্যাব, ল্যাপটপ হোক বা ডেস্কটপ সবকিছুতেই খুব সহজে বর্তমানে মনোরঞ্জন করা যায়। দূরত্ব মাত্র এক ক্লিকের, ব্যাস! মানুষ পৌঁছে যায় মনোরঞ্জনের জগতে।

সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকমের পশুপাখি তথা জন্তু-জানোয়ারদের ভিডিও দেখতে পাওয়া যায়। ভিডিওগুলোতে কখনও পোষ্যদের দেখতে পাওয়া যায়, আবার কখনও বন্য জন্তুদের দেখা মেলে। ওয়াইল্ড লাইফ ভিডিও হোক বা ঘরোয়া ভিডিও সবই দেখে মজা নেন দর্শকরা। তবে সাপের ভিডিও হলে তা দেখে দর্শকরা আতঙ্কের শিকার হন। অনেকেই সাপের ফটো দেখেই ভয় পেয়ে যান। বহু মানুষ সাপের ভিডিও দেখতে শুরু করলেও শেষ পর্যন্ত দেখতে পারেন না।

সম্প্রতি সাপের একটি ভিডিও ভাইরাল (Snake Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেরই গা শিউরে উঠেছে। ভিডিওটিতে দেখা যায় রাতের অন্ধকারে এক বিশালাকার সাপ রাস্তা পেরিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছে। রাস্তাটি মোটেই নির্জন প্রকৃতির নয়, রীতিমতো ব্যস্ত রাস্তা। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় যে, রাস্তায় নানান রকমের গাড়ি দাঁড়িয়ে আছে। সাপটি যদিও কোনোকিছুকেই পাত্তা দেয়নি, আবার হামলাও করেনি। নিজের মতো করে তাঁকে রাস্তা পারাপার করতে দেখা যাচ্ছে।

দাবি করা হয়েছে ভিডিওটিতে দৃশ্যমান সাপটি অ্যানাকন্ডা বা পাইথন সাপ হতে পারে এবং পুরো ঘটনাটি ঘটেছে ভারতেই। পোস্টের ক্যাপশনের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত ঘটনাটি ঘটেছে কোচির সিপোর্ট-এয়ারপোর্ট রোডে। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাজেশ আব্রাহাম’ (Rajesh Abraham) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওর লাইকের সংখ্যা হাজার হাজার পেরিয়ে গেছে।